রোহিত-কোহলির অবসর নিয়ে জোরালো মন্তব্য যুবরাজের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ২৬ এপ্রিল ২০২৪

আর মাত্র বাকি ৩৬ দিন। এরপরই শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া এই বিশ্বকাপে কেমন হবে ভারতের স্কোয়াড, সেটি আলোচনা চলছে গেল কয়েক মাস ধরেই। স্কোয়াডে কারা থাকবেন, বিরাট কোহলি ও রোহিত শর্মারই বা খেলা হবে কিনা, ইত্যাদি নানান কৌতুহলী প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেটাঙ্গনে।

চলমান আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা রোহিতকে নিয়ে তেমন সমালোচনা থাকলেও কোহলির স্ট্রাইকরেট নিয়ে করা হচ্ছে নেতিবাচক মন্তব্য। রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে রান পেলেও তার স্ট্রাইকরেট কম। অনেকে মনে করেন, বিশ্বকাপে খেলতে হলে কোহলিকে স্ট্রাইকরেট বাড়াতে হবে, নতুবা দলের সঙ্গে বিশ্বকাপে না যাওয়াই ভালো। এক্ষেত্রে অবসর হতে পারে একটি অপশন।

তবে কোহলি ও রোহিতকে কেন বিশ্বকাপে দরকার তার ব্যাখ্যা দিয়েছেন সাবেক ক্রিকেটার যুবরাজ সিং।

আইসিসির একটি সাক্ষাৎকারে যুবরাজ জোর দিয়ে বলেছেন, কোহলি ও রোহিতের এমন অধিকার আছে যে, তারা যখন মনে করবেন অবসরের সময় এসেছে, তখনই কেবল অবসর নেবেন। কারণ, দলের জন্য অনেকগুলো বছর তারা বড় অবদান রেখেছেন।

যুবরাজে ব্যক্তিগতভাবে মনে করেন, বিশ্বকাপ শেষ করে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে তাদের অবসর নেওয়া উচিত। একই সঙ্গে তাদেরকে অন্য ফরম্যাটের খেলায় মনোযোগ দিতে বলেছেন যুবরাজ।

যুবরাজ বলেন, ‘আপনার বয়স বাড়ার সঙ্গে লোকেরা আপনার বয়স সম্পর্কে কথা বলতে শুরু করে এবং তারা আপনার ফর্মের কথা ভুলে যায়। তারা ভারতের জন্য দুর্দান্ত খেলোয়াড় এবং তারা যখন চাইবে (অবসরে) তখনি অবসরে যাওয়ার ক্ষমতা রাখে।’

তিনি আরও বলেন, ‘আমি টি-টোয়েন্টি ফরম্যাটে আরও কম বয়সী খেলোয়াড় দেখতে চাই। কারণ, এতে তাদের (অভিজ্ঞ খেলোয়াড়) ৫০ ওভারের (ওয়ানডে) ও টেস্ট খেলার উপর চাপ কমে যায়। এই (টি-টোয়েন্টি) বিশ্বকাপের পর অনেক তরুণ দলে আসবে, আমি সেটি দেখতে চাই। তাদের নিয়ে পরবর্তী বিশ্বকাপের টি-টোয়েন্টি দল তৈরি হবে।’

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।