এবার ৩৯ বলে সেঞ্চুরি করলেন ট্রাভিস হেড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৪

ব্যাট হাতে শুরু থেকেই প্রচণ্ড মারমুখী সানরাইজার্স হায়দরাবাদের অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বোলারদের পিটিয়ে প্রথমে ২০ বলে হাফ সেঞ্চুরি, এরপর ৩৯ বলে তিনি ছুঁয়ে ফেলেন সেঞ্চুরির মাইলফলক।

আইপিএলে আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরবাদের মুখোমুখি হয়েছে স্বাগতিক রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে টস জিতে হায়দরাবাদকে ব্যাট করার আমন্ত্রণ জানান বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি।

আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু বোলারদের ওপর রীতিমত টর্নেডো বইয়ে দিতে শুরু করেন দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। ৬ ওভার ৭৬, ৭ ওভারে তারা তুলে ফেলে ৯৭ রান। ৭.১ ওভারে পার করে ফেলে ১০০ রানের মাইফলক। ১১.২ ওভারে ছুঁয়ে ফেলে ১৫০ রান। ওভারপ্রতি রান তুলছে ১৩.২০ করে।

স্বাগতিক বোলারদের বিপক্ষে সবচেয়ে বেশি জ্বলে উঠেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড। ব্যাট হাতে ইনিংস ওপেন করতে নেমে উইকেটের চারদিকে পিটিয়ে খেলতে শুরু করেছেন। যার ফলশ্রুতিতে মাত্র ২০ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন এই ব্যাটার। ৩টি বাউন্ডারি এবং ৫টি ছক্কার মার মারেন তিনি।

হাফ সেঞ্চুরির পর ছিলেন আরও মারমুখি। যার ফলে ৩৯ বলে পৌঁছান সেঞ্চুরির মাইলফলকে। ৯টি বাউন্ডারি এবং ৮টি ছক্কার মার মারেন তিনি। পরে অবশ্য ৪১তম বলে গিয়ে আরেকটি ছক্কা মারতে গিয়ে আকাশে বল তুলে দেন। ফ্যাফ ডু প্লেসি সেই ক্যাচটি ধরলে ৪১ বলে ১০২ রানের ইনিংসটির অবসান ঘটে।

মাত্র কয়েকদিন আগেই সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রানের রেকর্ড স্কোর গড়েছিলো। আজও বেঙ্গালুরু বোলারদের ওপর ঝড় বইয়ে দিচ্ছেন হায়দরাবাদের ব্যাটাররা।

এ রিপোর্ট লেখার সময় সানরাইজার্স হায়দারাবাদের রান ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭১। ১৪ বলে ২৫ রান নিয়ে হেনরিক ক্লাসেন এবং ১ রান নিয়ে এইডেন মারক্রাম ব্যাট করছেন।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।