মুম্বাই ইন্ডিয়ান্সের পরের ম্যাচেই দেখা যাবে সূর্যকুমারকে?
সূর্যকুমার যাদব কোথায়? মুম্বাই ইন্ডিয়ান্সের দুর্দশা দেখে অনেকের মনেই এমন প্রশ্ন। এবারের আইপিএলে টানা তিন ম্যাচ হেরেছে মুম্বাই, আছে পয়েন্ট তালিকার একদম তলানিতে। সূর্য কি তবে খেলবেন না?
আসলে চোটের কারণে এবারের আইপিএলে শুরু থেকে খেলতে পারেননি সূর্য। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্তদের জন্য এবার এলো সুখবর। সূর্যকুমার যাদবকে ফিট ঘোষণা করা হয়েছে।
রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স, সেই ম্যাচেই হার্ডহিটার এই ব্যাটারকে খেলতে দেখা যেতে পারে।
বিসিসিআই এবং এনসিএর ফিজিওরা কোনো ঝুঁকি নিতে চাননি এবং তাই সূর্যকুমারকে খেলার অনুমতি দেওয়ার জন্য যথেষ্ট সময় নিয়েছেন।
বিসিসিআইয়ের একটি সূত্র 'ইন্ডিয়ান এক্সপ্রেস'কে জানিয়েছে, ‘সে এখন ফিট। এনসিএ তাকে কিছু অনুশীলন করতে বাধ্য করেছিল এবং তাকে এখন ভালো মনে হচ্ছে। তিনি মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দিতে পারেন। আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যে সূর্য যখন মুম্বাইয়ে ফিরে যাবে, তখন সে যেন ১০০ শতাংশ ফিট থাকে।’
গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময় গোড়ালির চোটে পড়েন সূর্যকুমার। তার স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচার করা হয়েছে। এরপর প্রায় তিন মাস মাঠের বাইরে।
বিসিসিআইয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, সূর্যকুমারকে তিনটি ফিটনেস পরীক্ষা করতে হয়েছে। বলা হয়েছে সূর্যকুমার এখন ফিট, মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দিতে পারেন।
এমএমআর/জেআইএম