ব্যাটিং ব্যর্থতার দিনে শেষ সেশনে টাইগার দুই পেসারের তোপ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ০১ এপ্রিল ২০২৪

প্রথম ইনিংসটাই কি সব কিছু শেষ করে দিলো বাংলাদেশের? ব্যাটারদের ব্যর্থতায় বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর তৃতীয় দিনের শেষ সেশনে বল হাতে আগুন ঝরিয়েছেন দুই পেসার হাসান মাহমুদ আর খালেদ আহমেদ। তবু চট্টগ্রাম টেস্টে কোণঠাসা বাংলাদেশ।

তৃতীয় দিন শেষে লঙ্কানদের লিড ৪৫৫ রানের। ৬ উইকেটে ১০২ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারী দল। অ্যাঞ্জেলো ম্যাথিউস ৩৯ আর প্রভাত জয়সুরিয়া ৩ রানে অপরাজিত আছেন।

প্রথম ইনিংসে ৩৫৩ রানের বড় ব্যবধানে এগিয়ে থেকেও বাংলাদেশকে ফলোঅন করায়নি শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমেছে আবার। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে টাইগার দুই পেসারে তোপের মুখে পড়েছে লঙ্কানরা।

দ্বিতীয় ইনিংসে বল হাতে আগুন ঝরাচ্ছেন হাসান মাহমুদ। ৭৮ রানেই শ্রীলঙ্কা ৫ উইকেট হারায়, এর মধ্যে ৪টি উইকেটই ছিল হাসান মাহমুদের।

লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নেকে বোল্ড করে শুরুটা করেন হাসান মাহমুদ। এরপর কুশল মেন্ডিসকে বোল্ড করেন খালেদ আহমেদ। এরপর টানা ৩ ওভারে শিকার করেন হাসান মাহমুদ।

ওপেনার নিশান মাদুশকাকে (৩৪) মেহেদি হাসান মিরাজের ক্যাচ বানান হাসান। পরের ওভারে এসে দিনেশ চান্দিমালকে (৯) শাহাদাত হোসেনের তালুবন্দি করেন এই ডানহাতি পেসার। নিজের পরের ওভারে এসে তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভাকে (১)। লঙ্কান অধিনায়ককে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান হাসান।

দিনের শেষ উইকেটটি শিকার খালেদ আহমেদের। কামিন্দু মেন্ডিসের (৯) ব্যাটে বল লেগে উইকেটরক্ষক লিটন ক্যাচ নিলেও আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেন অধিনায়ক শান্ত। রিভিউতে দেখা যায়, বল ব্যাটে স্পর্শ করেছে।

এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৫৩১ রানের পাহাড়ের জবাবে ১৭৮ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। জাকির হাসান ৫৪ আর মুমিনুল হক করেন ৩৩ রান।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।