বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ৪ হাজারি ক্লাবে মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২০ পিএম, ০১ এপ্রিল ২০২৪

বাংলাদেশের চতুর্থ টেস্ট ক্রিকেটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন মুমিনুল হক। আজ সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন বাঁহাতি এই ব্যাটার।

টেস্ট ক্রিকেটে বর্তমানে মুমিনুলের রান ৪ হাজার ৮। এই রান করতে ৬১ ম্যাচে ১১৩ ইনিংস ব্যাট করেছেন তিনি। এছাড়া বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো ব্যাটারও তিনি। মুমিনুল শতরানের মাইলফলক স্পর্শ করেছেন ১২ বার।

এর আগে মাত্র ৩ বাংলাদেশি টেস্ট ক্রিকেটে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছন। তারা হলেন- মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান মুশফিকের। ৮৮ ম্যাচে ৫ হাজার ৬৭৬ রান করেছেন এই মিস্টার ডিপেন্ডেবল খ্যাত টাইগার ব্যাটার।

৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করা দ্বিতীয় ক্রিকেটার হলেন তামিম। ৭০ ম্যাচে বাঁহাতি এই ওপেনার করেছেন ৫ হাজার ১৩৪ রান।

এরপরই রয়েছেন বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৬৭ ম্যাচে ৪ হাজার ৪৬৯ রান করেছেন বাংলাদেশ দলের অন্যতম বড় কাণ্ডারী।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।