মাশরাফির বারুদে বোলিংয়ে থামলো গাজী গ্রুপের জয়রথ
আগের ম্যাচেই মোহামেডানকে হারিয়ে চমক দেখিয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। শুধু সাদা কালোদের হারানোই নয়, প্রথম ৩ ম্যাচ টানা জিতে আবাহনী আর প্রাইম ব্যাংকের সঙ্গে ৩ রাউন্ড শেষে পয়েন্টে সমান ছিল গাজী গ্রুপ।
কিন্তু আজ বৃহস্পতিবার গাজী গ্রুপের সে জয়রথ থেমে গেছে। মাশরাফি বিন মর্তুজার বিধ্বংসী স্পেলে লন্ডভন্ড হয়ে গেছে গাজী গ্রুপের ব্যাটিং লাইন আপ। মাশরাফি ৮ ওভারে ১৯ রানে ৫ উইকেট দখল করলে মাত্র ১৩৬ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ।
মাত্র ৪ উইকেট খুঁইয়ে ২২ ওভার আগেই সে রান টপকে ৬ উইকেটের দারুণ জয়ে মাঠ ছাড়ে মাশরাফির লিজেন্ডস অব রুপগঞ্জ। সমান ৪ ম্যাচে গাজী গ্রুপের প্রথম পরাজয়ের বিপরীতে লিজেন্ডস অব রুপগঞ্জ চার ম্যাচের চারটিতেই জিতলো।
সংক্ষিপ্ত স্কোর:
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩৫.৪ ওভারে ১৩৬/১০ (আনিসুল ইসলাম ইমন ৪১, মেহেদি মারুফ ১৮ , প্রীতম কুমার ১৪, আল আমিন জুনিয়র ১৭, মাসুম খান ১১; মাশরাফি ৫/১৯, হালিম ২/২৪)।
লিজেন্ডস অব রুপগঞ্জ: ২৮ ওভারে ১৩৭/৪ ( ইমরানউজ্জামান ১৫, তৌফিক খান তুষার ৩৬, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৪৭*, বিপ্লব ১২*, শামিম পাটোয়ারি ২৬*; শেখ পারভেজ জীবন ৩/১৭, রুয়েল মিয়া ১/৩৭)।
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মাশরাফি বিন মর্তুজা (লিজেন্ডস অব রুপগঞ্জ)।
এআরবি/এমএইচ/জেআইএম