আউট হয়ে গেলেন তানজিদ তামিম, বিপদে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১৮ মার্চ ২০২৪

২৩৫ রানের লক্ষ্য। খুব বেশি বড় নয়। রয়ে সয়ে খেলতে পারলে অনায়াসেই জয় তুলে নেয়া সম্ভব। সৌম্য সরকারের কনকাশন সাব হিসেবে মাঠে নামা তানজিদ হাসান তামিমের ব্যাটে জয়ের স্বপ্নটাও বাংলাদেশের বেশ চওড়া হচ্ছিলো। কিন্তু অহেতুক ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দিলেন বাউন্ডারি লাইনে। ফলস্বরূপ সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হতে হলো তাকে।

দলীয় ১৩০ রানের মাথায় বিদায় নেন তানজিদ তামিম। এ সময় তার রান ছিল ৮৪। তার আগে উইকেটে এসে থিতু হতে না পেরে বিদায় নিয়েছেন আরও চার শীর্ষসারির ব্যাটার।

তানজিদ তামিমের আউট হওয়ার মধ্য দিয়ে বেশ বিপদেই পড়েছে বাংলাদেশ। কারণ, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ১৩০ রানের মাথায় বিদায় নিয়েছেন ৫ জন ব্যাটার। ২৩৫ রানের বাধা টপকাতে পারবে তো বাংলাদেশ? বেশ ভালো শঙ্কাই দেখা যাচ্ছে।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ২৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪। ১৫ রান নিয়ে মুশফিকুর রহিম এবং ৭ রান নিয়ে ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ।

২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় এবং তানজিদ তামিম মিলে জুটিটা ভালোই গড়ে তুলেছিলো। দু’জনের ৫০ রানের জুটি ভেঙে দেন লাহিরু কুমারা। তার বল অফসাইডে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন বিজয়। অনেক উঁচুতে লাফিয়ে উঠে ক্যাচটি ধরেন আভিস্কা ফার্নান্দো। ২২ বলে ১২ রান করেন বিজয়।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজও হতাশ করলেন। প্রথম ম্যাচে সেঞ্চুরি করে দলকে জেতানোর পর টানা দুই ম্যাচ ব্যর্থ হলেন। আজ মাত্র ১ রান করে আউট হয়ে গেলেন তিনি।

মিডল অর্ডারে নির্ভরতার প্রতীক তাওহিদ হৃদয় জুটি বাধেন তানজিদ তামিমের সঙ্গে। ৪৯ রানের জুটি গড়েন তারা দু’জন। ২২তম ওভারের ৪র্থ বলে লাহিরু কুমারার বাউন্স হয়ে আসা বলে খেলতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দেন হৃদয়। ৩৬ বলে ২২ রান করে আউট হন তিনি।

মাহমুদউল্লাহ রিয়াদের ওপর আস্থা ছিল সবার। কিন্তু লাহিরু কুমারার দুর্দান্ত একটি বলকে ডিফেন্স করতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ৪ বলে মাত্র ১ রান করে বিদায় নেন বাংলাদেশ ব্যাটিংয়ের স্তম্ভ নামে পরিচিত রিয়াদ।

১১৩ রানে ৪ উইকেট পড়ার পর ভালোই খেলছিলেন তানজিদ তামিম এবং মুশফিকুর রহিম জুটি। কিন্তু ১৩০ রানের মাথায় এসে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে গেলেন তামিম। লঙ্কান পেসার লাহিরু কুমারা একাই নেন ৪ উইকেট। অন্যটি নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এর আগে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৩৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জেনিথ লিয়ানাগে একাই খেলেন। দুর্দান্ত সেঞ্চুরি করে অপরাজিত থাকেন এই মিডল অর্ডার। ১০১ রান করেন তিনি। এছাড়া ৩৭ রান করেন চারিথ আশালঙ্কা, ২৯ রান করেন কুশল মেন্ডিস।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।