বেশ কিছুদিন ধরেই লিটনের ধারাবাহিকতা নেই: প্রধান নির্বাচক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৬ মার্চ ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নেই লিটন দাস। তার বদলে দলে এসেছেন টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা জাকের আলী অনিক।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খুব খারাপ খেলেছেন লিটন। দুই ম্যাচেই আউট হয়েছেন শূন্য রানে। ওয়ানডেতে শেষ ফিফটি করেছিলেন ১০ ইনিংস আগে। তবে কি অফফর্মের কারণেই লিটনকে বাদ দেওয়া হয়েছে?

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দিয়েছেন তার ব্যাখ্যা। তিনি জানান, লিটন নতুন বলে ধারাবাহিকতা বজায় রেখে খেলতে না পারায় তাকে আর তৃতীয় ও শেষ ওয়ানডেতে রাখা হয়নি।

দলে লিটন ছাড়া আরও তিনজন টপ অর্ডার আছেন। সৌম্য সরকারের সঙ্গে এনামুল হক বিজয় আর তানজিদ হাসান তামিমও ওপেনার। তাই লিটনকে বাদ দিয়ে নতুন কোনো ওপেনারকে দলে নেননি নির্বাচকরা।

প্রধান নির্বাচক বলেন, ‘মূলত বেশ কিছুদিন ধরেই সাদা বলে লিটন দাসের পারফরম্যান্সে ধারাবাহিকতা কম পরিলক্ষিত হচ্ছে। তাই আমরা তাকে শেষ ম্যাচে আর দলে রাখিনি। আমরা জানি আরও তিনজন ওপেনার আছে , তারপরও আমরা জাকের আলী অনিককে নিয়েছি। সেটা অনেক কিছু বিচার বিবেচনা করে। জাকের আলী টি-টোয়েন্টি ফরম্যাটের এক ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।’

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।