ক্যারিয়ারসেরা ইনিংসে দলকে জিতিয়ে ম্যাচসেরা শান্ত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ পিএম, ১৩ মার্চ ২০২৪

ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি পেলেন নাজমুল হোসেন শান্ত। এর আগে তার ক্যারিয়ারসেরা ইনিংসটি ছিল ১১৭ রানের। এবার সেটিকেও ছাড়িয়ে গেলেন শান্ত। সঙ্গে দুর্দান্ত নেতৃত্ব তো ছিলই।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে শান্তই বাংলাদেশের জয়ের নায়ক। তিনিই হয়েছেন ম্যাচসেরা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ২৫৫ রানে আটকে দিয়ে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। রান তাড়ায় ৯২ রানে ৪ উইকেট হারানোর পর শান্ত আর মুশফিকুর রহিম মিলে গড়েন ১৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি।

পঞ্চম উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে এটিই সবচেয়ে বড় জুটি বাংলাদেশের। এর আগে চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহকে নিয়ে ৬৯ রান যোগ করেছিলেন শান্ত।

দুর্দান্ত ব্যাটিং করা শান্ত বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১২৯ বলে ১৩ চার আর ২ ছক্কায় ১২২ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক।

এমএমআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।