বিশ্বকাপ দলে ‘ফাইটার’ রিয়াদকে দেখছেন পাপন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০৯ মার্চ ২০২৪

আজ শনিবার সিরিজ নির্ধারনী ম্যাচে তিনি কিছুই করতে পারেননি। লঙ্কান ফাষ্টবোলার নুয়ান থুসারার হ্যাটট্রিকের শিকার হয়ে শূন্য রানে ফিরে গেছেন সাজঘরে।

তারপরও বিপিএলে এবং শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ভাল খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ম্যাচে লিটন, সৌম্য, অধিনায়ক শান্ত এবং তৌহিদ হৃদয় শুরুতে ফিরে গেলে ধ্বংসস্তুপের মাঝে দাঁড়িয়েও নিজের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে প্রতিরোধ গড়ে তোলেন রিয়াদ।

দল জেতাতে না পারলেও অভিজ্ঞ রিয়াদ শুরুর বিপর্যয় কাটাতে রাখেন কার্যকর ভূমিকা। রিয়াদ ভক্তদের জন্য সুখবর, আগামী জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপে এ অভিজ্ঞ পারফরমারের দলে থাকার সম্ভাবনা প্রচুর। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মুখে সে ইঙ্গিত।

আজ শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে পাপন বলেন, ‘মাহমুদউল্লাহ– বিরাট উদাহরণ। ও যখন ২০২২ এশিয়া কাপ টি–টোয়েন্টি থেকে বাদ পড়ে। গত টি–টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে সে নেই। ওই সময় কিন্তু হাথুরুসিংহে ছিল না। অনেকে বলে হাথুরুসিংহে বাদ দিয়েছে, যেটা ঠিক না।’

পাপন যোগ করেন, তার আগে রিয়াদ প্রত্যাশা মেটাতে পারেননি। তাই অনুযোগের সুরে পাপন বলেন, ‘তার আগে বিশ্বকাপে রিয়াদের কাছে যে ধরণের প্রত্যাশা ছিল সেটা সে করতে পারেনি। কিন্তু তারপর একক প্রচেষ্টায় সে যেভাবে ফিরে এসেছে, এটাকেই বলে ফাইটার। সেটা অসাধারণ। আমরা জাকিরের খেলা দেখে সকলেই অভিভূত; কিন্তু সেদিন প্রথম বল থেকেই খেলার টোনটা ঘুরিয়ে দেয় মাহমুদউল্লাহই। তার অভিজ্ঞতা কাজ করেছে।’

বিসিবি বিগ বসের কথায় বোঝা গেল, তিনি মনে করেন রিয়াদ টি-টেয়েন্টি বিশ্বকাপ দলে থাকার দাবিদার। তাই মুখে একথা, ‘রিয়াদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় আমি কোনো সমস্যা দেখি না। তবে ধরেন, এখন বিশ্বকাপের আগে আর কারা কারা যোগ হচ্ছে, তারপর বলা যাবে। তার আগ এখন পর্যন্ত মাহমুদউল্লাহ দলের গুরুত্বপূর্ণ সদস্য।’

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।