নাজমুলের হাত ধরে ভাঙলো অপরাজিত থাকার রেকর্ড
২০২২ সালের ২ আগস্ট, সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ হেরেছিলো বাংলাদেশ। জিম্বাবুয়ের মাটিতে গিয়ে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিলো টাইগাররা। সেবার বাংলাদেশের অধিনায়ক প্রথমে ছিলেন নুরুল হাসান সোহান। শেষ ম্যাচে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। সেই থেকে দেড় বছরেরও বেশি সময় দ্বি-পাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত ছিল বাংলাদেশ।
২০২২ সালের ২৭ সেপ্টেম্বর দুবাইতে আরব আমিরাতকে ৩২ রানে হারিয়ে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের শুরু। এরপর ২০২৩ সাল জুড়ে ঘরের মাঠে ইংল্যান্ড (৩-০), আয়ারল্যান্ড (২-১) এবং আফগানিস্তানকে আতিথেয়তা দিয়েছিলো টাইগাররা। সব সিরিজেই অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান।
কিন্তু ওয়ানডে বিশ্বকাপের পর সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডে গিয়ে টি-টোয়েন্টি ম্যাচ জয় করেছে বাংলাদেশ। সিরিজ জিততে না পারলেও অন্তত হারেনি। ১-১ ব্যবধানে ড্র করে এসেছে।
অর্থ্যাৎ, গত দেড় বছরের বেশি সময় ধরে দ্বি-পাক্ষিক সিরিজে অপরাজিত বাংলাদেশ।
সেই অপরাজেয় থাকার অবশেষে ভেঙে গেলো অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাত ধরে। তিন ফরম্যাটে দায়িত্ব পাওয়ার পর প্রথম সিরিজেই পরাজয়ের তিক্ত স্বাদ উপহার পেলেন শান্ত।
শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচে মাত্র ৩ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের জয়ে সিরিজে ঘুরে দাঁড়ায় টাইগাররা। শেষ ম্যাচে এসে হেরে সিরিজও খোয়াতে হলো শান্ত’র দলকে।
আইএইচএস/