দুই গোলে পিছিয়ে পড়া মিয়ামিকে বাঁচালেন মেসি-সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৮ মার্চ ২০২৪

ম্যাচে দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ২-০ গোলে পিছিয়ে। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগে নাশভিলের মাঠে খেলতে গিয়ে হারের শঙ্কায় পড়েছিল ইন্টার মিয়ামি। সেখান থেকে দলকে বাঁচিয়েছেন লিওনেল মেসি আর লুইস সুয়ারেজ।

মেসির গোল আর শেষ সময়ে সুয়ারেজের নৈপুণ্যে দুই গোলে পিছিয়ে পড়া ম্যাচটিতে শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়ে ফিরতে পেরেছে ইন্টার মিয়ামি।

নাশভিলের মাঠে খেলতে গিয়ে ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে মিয়ামি। জ্যাকব শাফেলবার্গ এগিয়ে দেন স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৬ মিনিটে নাশভিলের দ্বিতীয় গোলটিও করেন তিনিই।

দুই গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠে মিয়ামি। বেশি সময় অবশ্য লাগেনি। ৫২ মিনিটে মেসি লড়াইয়ে ফেরান দলকে। বক্সের একটু বাইরে সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে আচমকা শট নেন মেসি। ডাইভ দিয়েও ঠেকাতে পারেননি গোলরক্ষক।

মেসির গোলের পরও অবশ্য হারের শঙ্কায় ছিল মিয়ামি। নির্ধারিত সময়ে ২-১ ব্যবধানে পিছিয়েই ছিল তারা। যখন শেষ বাঁশি বাজার অপেক্ষা, ইনজুরি টাইমের পাঁচ মিনিট হয়ে গেছে; এমন সময়ে সার্জিও বুসকাটসের ক্রসে সুয়ারেজ আলতো হেডে বল জড়ান জালে। হারতে বসা ম্যাচে নাটকীয় এক ড্র পায় মিয়ামি।

ড্র হলেও প্রতিপক্ষের মাঠে মহামূল্য দুটি গোল আদতে এগিয়ে রাখছে মিয়ামিকেই। কেননা আগামী বুধবার দ্বিতীয় লেগের লড়াইটি হবে তাদের ঘরের মাঠে।

এমএমআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।