ভারত-ইংল্যান্ড সিরিজ

ইংল্যান্ড একাদশে রদবদল চলছেই, ফাইনাল টেস্টে ফিরলেন উড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৬ মার্চ ২০২৪

সিরিজ ৩-১ ব্যবধানে খুঁইয়েছে আগেই। তবুও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের আশায় পাঁচ ম্যাচের টেস্টের সিরিজের ফাইনাল ম্যাচটি জিততে চায় ইংল্যান্ড। সেই লক্ষ্যে শেষ ম্যাচেও একাদশে রদবদল এনেছে বেন স্টোকসের দল।

চতুর্থ টেস্টে রাঁচির পিচের কন্ডিশন বিবেচনায় বাদ দেওয়া হয়েছিল মার্ক উডকে। সেই উডকে ধর্মশালা টেস্টে ফের দলে নিয়েছে ইংল্যান্ড। এর আগে প্রথম ও তৃতীয় টেস্টে দলে থাকলেও দ্বিতীয় টেস্টে ছিলেন না এই পেসার।

চতুর্থ টেস্টে উডকে বাদ দিয়ে নেওয়া হয়েছিল অলি রবিনসনকে। তবে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রবিনসন। প্রথম ইনিংসে ১৩ ওভার বল করে কোনো উইকেট ছাড়াই খরচ করেছেন ৫৪ রান। ওই ইনিংসের ব্যাটিংয়ে নেমে ইনজুরিতে পড়ে দ্বিতীয় ইনিংসে বোলিংয়েই করতে পারেননি তিনি। অবশেষে বাদ পড়লেন শেষ টেস্টে।

পেস আক্রমণ রদবদল করা হলেও স্পিন কৌশল অপরিবর্তিত রেখেছে ইংল্যান্ড। দুই স্পিনার শোয়েব বশির ও টম হার্টলিকে একাদশে রেখে দিয়েছে ইংলিশরা।

ভারতের বিপক্ষে ধর্মশালা টেস্টে ইংল্যান্ড একাদশ

জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারেস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, টম হার্টলি, মার্ক উড, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।