ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে ব্যাটারদের জয়জয়কার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ০৪ মার্চ ২০২৪

ক্রিকেট মাঠে গেল ফেব্রুয়ারি মাস ছিল ব্যাটারদের। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তারা। যার স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মুখেও। সেরাই লড়াইয়ে চলে এসেছেন সবার আগে।

আজ সোমবার ফেব্রুয়ারি মাসের সেরা পারফরমারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। তালিকায় নাম উঠেছে তিন দেশের তিন ব্যাটারের। তারা হলেন- নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ভারতের যসস্বি জয়সওয়াল ও শ্রীলঙ্কার ব্যাটার পাথুম নিশাঙ্কা।

দেখা নেওয়া যাক, কে কী পারফর্ম করে আইসিসির সেরার দৌড়ে সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছেন-

কেন উইলিয়ামসন

গেল মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। দুই ম্যাচের এই সিরিজে দুটিতেই জয় পেয়েছে কিউইরা। সিরিজে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন উইলিয়ামসন। এর মধ্যে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম ম্যাচে দুই ইনিংসে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকান অভিজ্ঞ এই কিউই ব্যাটার।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে হ্যামিল্টনে অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন। তার দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ৯২ বছরের ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয় নিশ্চিত করে কিউইরা।

যসস্বি জয়সওয়াল

ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরি হাঁকান ভারতের তরুণ ক্রিকেটার যসস্বি জয়সওয়াল। বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেন তিনি। পরের ম্যাচে রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে ফের ডাবল সেঞ্চুরি হাঁকান জয়সওয়াল।

পাথুম নিশাঙ্কা

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার পাথুম নিশাঙ্কা। ওই ম্যাচে ১৩৯ বলে ২১০ রানের অপরাজিত ইনিংস খেলেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। এরপর সিরিজের শেষ ম্যাচে ১০১ বলে করেন ১১৮ রান। ওই সিরিজে লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল সফরকারী আফগানিস্তান।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।