ফরচুন বরিশালকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রংপুর রাইডার্স

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০২ মার্চ ২০২৪

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে এই ফরচুন বরিশালের কাছে হেরেই বিদায় হয়ে যায় রংপুর রাইডার্সের। শুধু ওই ম্যাচেই নয়, সাকিব-তামিম দ্বৈরথের কারণে পুরো বিপিএলেই আলাদা রোমাঞ্চ ছড়িয়েছে এই দুই দলের লড়াই।

তবে মাঠের লড়াই মাঠে। ক্রিকেটটা ভদ্রলোকের খেলা, সেটিই দেখালো রংপুর রাইডার্স। নিজেরা শিরোপা ছুঁতে না পারলে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের অভিনন্দন জানিয়েছে রংপুর ফ্র্যাঞ্চাইজি।

শুক্রবার রাতে ফাইনালের পর রংপুরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বরিশালকে। তাছাড়া অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও পোস্ট করে বরিশালকে অভিনন্দন জানিয়েছে রংপুর। অভিনন্দন বার্তায় তারা লিখেছে, 'রংপুর রাইডার্সের পক্ষ থেকে নতুন বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ফুলেল শুভেচ্ছা।'

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।