বিশ্বকাপের আগে তো এর চেয়ে বেশি ফিট ছিলাম: তামিম

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৫ এএম, ০২ মার্চ ২০২৪

কষ্টটা হয়তো তামিম ইকবালের সারাজীবনই রয়ে যাবে। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপটা তিনি খেলতে পারলেন না নানা ঘটন-অঘটনে। বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর কথা প্রসঙ্গে এলো সেই বিশ্বকাপের কথা। তামিম যেন দুঃখ আড়াল করতে চেয়েও পারলেন না।

এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন, টুর্নামেন্টসেরাও তামিম। অথচ বিশ্বকাপের আগে ফিটনেসের দোহাই দিয়ে সে তামিমকেই দলে নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট।

সে প্রসঙ্গ আসতেই তামিমের চেহারা মলিন হয়ে গেলো। কষ্ট চেপে রেখে হাসতে চেষ্টা করলেন, কিন্তু সে হাসিতে প্রাণ ছিল না।

সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'ফিজিক্যালি আমি তখন (বিশ্বকাপের আগে) আরও বেটার অবস্থায় ছিলাম। এখন হালকা পেট-টেট বের হইছে দেখতেছেন। তখন আরও বেটার অবস্থায় ছিলাম ফিজিক্যালি।'

এবার কি তাহলে বিপিএল দিয়ে জবাবটা দিলেন? তামিম তেমনটা বলতে রাজি নন। তার কথা, 'যদি ভাবতাম জবাব দেওয়া দরকার, তাহলে হয়তো করতে পারতাম না। আমি এই জিনিসটাই ভাবিনি যে জবাব দিতে হবে। আমার ক্যারিয়ারটা যদি তিন বছরের হতো, তাহলে হয়তো এমন চিন্তা করতাম। আমি কী করেছি না করেছি সবাই দেখেছে।'

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।