তামিমের বিধ্বংসী ইনিংসে খুলনাকে ১৯৩ রানের লক্ষ্য দিলো চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৪

জিতলেই প্লে-অফ নিশ্চিত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। খুলনা জিতলে সম্ভাবনা টিকে থাকবে তাদের। এমন সমীকরণের ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি স্থানীয় দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স।

বাঁচা-মরার এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম। ব্যাট করতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন ওপেনার তানজিদ হাসান তামিম।

এবারের বিপিএল সেরা ইনিংস খেললেন তরুণ এই ওপেনার। শেষ পর্যন্ত ৬৫ বলে ১১৬ রান করে আউট হলেন তিনি। ৮টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মারলেন তিনি।

তানজিদ তামিমের এই ইনিংসের ওপর ভর করে খুলনার বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের স্কোর গড়ে তুলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

তামিমের এই ইনিংসের পর বাকি ব্যাটারদের তেমন অবদানের দরকারই পড়েনি। টম ব্রুস ২৩ বলে ২টি করে চার-ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন। মাঝে সৈকত আলি ১৭ বলে ১৮ করে আউট হন। ৫ বলে ১০ করেন রোমারিও শেফার্ড।

আইএইচএস/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।