আড়াই মাস পর আরও এক বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

আড়াই মাস আগে সর্বশেষ ভারতের হৃদয় ভেঙেছে অস্ট্রেলিয়া। গেল বছরের নভেম্বরে বিশ্বকাপের ফাইনালে ভারতের ঘরের মাঠে তাদেরই হারিয়ে শিরোপা নিয়ে গেছে অসিরা। অথচ একমাত্র ফাইনাল ম্যাচ ছাড়া পুরো আসরেই ভারত ছিল অপরাজিত।

আড়াই মাস পর ফের আরও এক বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। তবে এবার জাতীয় দল নয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অসিদের মুখোমুখি হয়েছে ভারতের যুবারা।

গতকাল বৃহস্পতিবার থ্রিলার ম্যাচে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। শেষ উইকেটে ১৭ রানের অপরাজিত জুটিতে জয় পায় অসিরা। আগের দিন অপর সেমিফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে টানা পঞ্চমবারের মতো ফাইনালের টিকেট পেয়েছে ভারত।

আগামী ১১ ফেব্রুয়ারি শিরোপা জেতার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত। ম্যাচটি অনুষ্টিত হবে বেনোনির উইলোমোর পার্কে।

এর আগে ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ভারত-অস্ট্রেলিয়া। সে আসরে অসিদের ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। সে হিসেবে এবারের আসরে অস্ট্রেলিয়ার সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ।

অপরদিকে নভেম্বরে যেহেতু ভারতকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া, সে কারণে ভাররেত সামনেও প্রতিশোধের নেওয়ার ম্যাচ হবে এটি। দেখা যাক, মাঠে কী হয়।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।