মাঠ থেকে সোজা বিমানবন্দরে রিজওয়ান, খুশদিল ও আমির

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

রংপুর রাইডার্সের হয়ে গতকাল মঙ্গলবারই এবারের বিপিএলে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন বাবর আজম। এবারের মতো বিপিএল শেষ হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আরও তিন পাকিস্তানি ক্রিকেটারের।

বুধবার রাতেই দেশে ফিরে যাচ্ছেন চ্যাম্পিয়নদের এই তিন পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ ও আমির জামাল।

আজ বিকেলে শেরে বাংলায় খুলনা টাইগার্সের বিপক্ষে ৩৪ রানে জয়ের পর সোজা ড্রেসিং রুম থেকে সোজা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে গেছেন ওই তিন পাকিস্তানি। ম্যাচ শেষে কুমিল্লা মিডিয়া ম্যানেজার খান লিটন জানিয়েছেন এ তথ্য।

নয়ন মিডিয়াকে বলেন, আমাদের তিন পাকিস্তানি (রিজওয়ান, খুশদিল ও আমির জামাল) সরাসরি স্টেডিয়াম থেকে বিমানবন্দরে চলে যাবেন। আর টিম হোটেলে ফিরবেন না। রাতের ফ্লাইটে তারা দেশে ফিরে যাবেন।

তিন পাকিস্তানি একদিনে চলে গেলেও তাদের বিকল্প হিসেবে আপাতত একজন ভিনদেশিকে দলে ভেড়াচ্ছে কুমিল্লা। মিডিয়া ম্যানেজার নয়নের দেওয়া তথ্য অনুযায়ী ২১ বছর বয়সী ক্যারিবিয়ান মিডিয়াম পেসার ম্যাথিউ ফোর্ড আজ-কালের মধ্যেই কুমিল্লার হয়ে খেলতে আসছেন।

এআরবি/আইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।