‘সোহান খুব ভালো অধিনায়ক’

সাকিবের দলে থাকাও রংপুরের জন্য সম্মানের: বাবর

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

৭ বছর আগে তিনি যখন প্রথমবার বিপিএল খেলতে এসেছিলেন, তখন তার গায়ে বিশ্ব তারকার লেভেল আঁটা ছিল না। তখন বাবর আজম ছিলেন নেহায়েত সাধারণ মানের ক্রিকেটার। তাকে নিয়ে তখন তেমন হইচই হয়নি। কোন সাড়া পড়েনি। নিরবে নিভৃতে এসে ৫ ম্যাচ খেলে চলেও গিয়েছিলেন। অবশ্য তার পারফরমেন্সও তেমন আহামরিও ছিল না, যে তাকে নিয়ে কথা হবে।

কিন্তু এবার তিনি আসলেন বিশ্বের অন্যতম সেরা উইলোবাজের পরিচয়ে। সময়ের প্রবাহমানতায় এখন অনেক বড় তারকা বাবর আজম। বিপিএল খেলতে এসে সেভাবে মিডিয়ার সাথে খোলামেলা কথা বলেননি। হাতে গোনা দু’একটি হাউজে ইন্টারভিউ দিলেও নিজের বিশ্বকাপ পারফরমেন্স, অধিনায়কত্ব ছেড়ে দেয়া, এসব নিয়ে একটি কথাও বলতে নারাজ বাবর।

আজ সোমবার বসুন্ধরা মাঠে মিডিয়ার সাথে আলাপে তার দল রংপুর রাইডার্স তথা বাংলাদেশের এক নম্বর তারকা সাকিব এবং অধিনায়ক সোহান সম্পর্কে বেশ খোলামেলা মন্তব্য করেছেন বাবর। সাকিব সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে তার অকপট স্বীকারোক্তি, ‘সাকিব আমার চেয়ে অনেক সিনিয়র।’

তার অনুভব, সাকিবকে দলে পাওয়াটা রংপুর রাইডার্সের জন্য অনেক বড় সম্মানের। এ বড় ও সিনিয়র তারকাকে সহযোগী ক্রিকেটার হিসেবে পাওয়াটা রংপুর রাইডার্সের তরুণ ক্রিকেটারদের জন্য অনেক বড় পাওয়া এবং সম্মানের বলে মনে করেন বাবর। তাই মুখে এমন কথা, ‘আমার কাছে মনে হয় রংপুর রাইডার্স এবং তরুণের জন্য সম্মানের যে সাকিব তাদের দলে আছে।’

সাকিব দলের অন্য সদস্যদের সঙ্গে তার দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা শেয়ার করেন, এ তথ্য জানানোর পাশাপাশি সাকিবের এই বৈশিষ্ট্যকে খুব ভাল বলেও মন্তব্য করেছেন বাবর আজম। তিনি বলে ওঠেন, ‘সাকিব তার আন্তর্জাতিক অভিজ্ঞতা ছেলেদের সঙ্গে শেয়ার করে এবং ম্যাচের সময়ও সে এটা করে। এটা খুবই ভালো জিনিস।’

সাকিব ড্রেসিং রুমে অনেক পজিটিভ এবং হাসিখুশি থাকেন, এমনটা জানিয়ে এ পাকিস্তানী বলেন, ‘ড্রেসিং রুমে সাকিব সবসময় পজিটিভ এবং হাস্যোজ্জ্বল থাকে।’

অধিনায়ক সোহানের দল পরিচালনা তার ভাল লেগেছে। সোহানের প্রশংসায় পঞ্চমুখ বাবরের কথা, ‘সোহান ভালো অধিনায়ক। ম্যানেজমেন্ট থেকে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে তার দায়িত্ব সম্পর্কে খুবই পরিষ্কার ধারণা রাখে।’ বাবর মনে করেন, সোহানের বোলিং পরিবর্তনটাও দারুন।

রংপুর ফ্র্যাঞ্চাইজি সোহানকে দল পরিচালনার পুরো দায়িত্ব দিয়েছে। সেটাকে সমর্থন করে বাবর বলেন, ‘মাঠে সোহানের নেওয়া সিদ্ধান্তগুলো ভালো। এটার জন্য ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিতে হয়। তারা তাকে ফুল অথরিটি দিয়েছে।’

সোহান সম্পর্কে বাবরের শেষ কথাটিও বেশ প্রশংসাসূচক, একজন ক্রিকেটার এবং অধিনায়কের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। সোহানের তা আছে। নিজের ক্যারিয়ার সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বাবর বলে ওঠেন, ‘আমি প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করি এবং আমার লক্ষ্য অর্জনের জন্য যেটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি অনেক কিছু অর্জন করেছি। আরো অর্জনের বাকি আছে।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।