টস জিতে রংপুরকে ব্যাট করতে পাঠিয়েছে সিলেট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:২০ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

আগের ম্যাচেই জয়ের দেখা পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। দুর্দান্ত ঢাকাকে তারা হারিয়েছে ১৫ রানের ব্যবধানে। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে টানা ৫ ম্যাচ হারার পর প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেটের দলটি।

অন্যদিকে রংপুর রাইডার্স ৫ ম্যাচের ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের চতুর্থ স্থানে। আজ তাদের সামনে টেবিলের দুই নম্বর স্থানে ওঠার দারুণ সুযোগ। সিলেটকে হারাতে পারলেই দ্বিতীয় স্থানে চলে আসবে তারা।

একদিকে সিলেটের জয়ের ধারা ধরে রাখা, অন্যদিকে রংপুরের লক্ষ্য দ্বিতীয় স্থানে ওঠা- এমন এক সমীকরণ সামনে নিয়ে সিলেট পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স এবং সাকিব আল হাসানের রংপুর রাইডার্স।

এই ম্যাচে টস জিতলেন সিলেট অধিনায়ক মোহাম্মদ মিঠুন। টস জিতেই তিনি বোলিংয়ের করার সিদ্ধান্ত নিলেন। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানকে।

আজকের ম্যাচে বড় প্রশ্ন, সাকিব আল হাসান কী ব্যাট করতে নামবেন? যদিও ম্যাচ শুরুর আগেও সাকিবকে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা গেছে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।