চট্টগ্রামকে উড়িয়ে তিনে উঠে এলো কুমিল্লা
বিপিএলে এবারের আসরে সফল দলগুলোর একটি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদেরই কিনা এভাবে নাকানি চুবানি খাওয়ালো কুমিল্লা ভিক্টোরিয়ান্স! চট্টগ্রামকে এবারের আসরের সর্বনিম্ন ৭২ রানে গুটিয়ে ৭ উইকেট আর ৬৪ বল হাতে রেখে জিতেছে কুমিল্লা।
বড় জয়ে রানরেটও বাড়িয়ে নিয়েছে লিটন দাসের দল। রংপুর রাইডার্সের সমান ৬ পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে তিন নম্বরে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর নেমে গেছে চারে।
অধিনায়ক লিটন দাস মাত্র ২ আর মাহিদুল ইসলাম অঙ্কন ৫ রানে ফিরলেও ৭৩ রানের মামুলি লক্ষ্য পাড়ি দিতে তেমন কষ্ট হয়নি কুমিল্লার। তাওহিদ হৃদয় ১৩ বলেই ৫ চার আর ১ ছক্কায় ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে দেন।
দল জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকতে আউট হয়ে যান হৃদয়। তবে মোহাম্মদ রিজওয়ান দেখেশুনে খেলে ২৪ বলে ১৬ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। ৪ রানে অপরাজিত থাকেন রেমন রেইফার।
এর আগে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের ঘূর্ণিতে ১৬.৩ ওভারে ৭২ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংস।
এক টম ব্রুস ছাড়া কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। ব্রুস ২০ বলে করেন ২৭ রান। ১৬ বলে ১১ করেন নাজিবুল্লাহ জাদরান।
অধিনায়ক শুভাগতহোম ৭ রান করে আউট হন। তানজিদ তামিম, সৈকত আলিসহ চট্টগ্রামের চার ব্যাটার আউট হন শূন্য রানে।
তানভীর ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ৪টি উইকেট। ১৪ রানে ২ উইকেট আলিস আল ইসলামের।
এমএমআর/আইএইচএস/