এই চট্টগ্রাম ভয়ংকর, ম্যাচজয়ের নায়ককে বসিয়ে দিতেও ভাবছে না!

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক সিলেট থেকে
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২৯ জানুয়ারি ২০২৪

‘কুছ পরোয়া নেহি’- এই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যেন অপ্রতিরোধ্য, ভয়ংকর এক শক্তি হয়ে উঠেছে। গত ম্যাচে যিনি ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে ছিলেন দলের জয়ের নায়ক, সেই কার্টিস ক্যাম্ফারকে বসিয়ে দিতেও ভাবেনি শুভাগত হোমের দল।

ক্যাম্ফারকে একাদশের বাইরে রেখে আজও ঠিক দাপুটে জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঘরের মাঠের সিলেট স্ট্রাইকার্সকে তারা হেসেখেলে হারিয়েছে ৮ উইকেটে।

এ নিয়ে বিপিএলে টানা তিন ম্যাচ জিতলো তুষার ইমরানের কোচিংয়ে বদলে যাওয়া দলটি। সবমিলিয়ে পাঁচ ম্যাচে চার জয় নিয়ে তারাই এখন পয়েন্ট তালিকার শীর্ষে।

চট্টগ্রামের এই টানা সাফল্যের রহস্য কী? ম্যাচশেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা তানজিদ তামিম বললেন, ‘আপনি দেখবেন আমাদের সবাই কিন্তু টিমম্যান হিসেবে খেলছি। কেউ একা কিন্তু ম্যাচ জেতাচ্ছে না। আমরা যে কয়টা ম্যাচ জিতেছি আমরা একটা টিম হিসেবে খেলেছি। সবাই পারফর্ম করছে। ভালো সময় যাচ্ছে। আশা করব সামনের ম্যাচগুলোতেও সেইম ফ্লোতে আমরা যাব, ইনশা আল্লাহ।’

ফরচুন বরিশালের বিপক্ষে গত ম্যাচে জয়ের নায়ক ছিলেন আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। ৯ বলে ২৯ রানের ইনিংস খেলার পর বল হাতে ৪টি উইকেট এবং ফিল্ডিংয়ে ৪টি ক্যাচও নেন ক্যাম্ফার। তাকেই কিনা আজ রাখা হলো একাদশের বাইরে? কারণটা কী?

তামিম জানালেন, ‘টিম কম্বিনেশনের কারণে বোধ হয় এমন হয়েছে। টিম ম্যানেজম্যান্ট বা ক্যাপ্টেন ভালো বলতে পারবে বিষয়টা।’

এমএমআর/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।