সাকিবের চোখের চিকিৎসার অগ্রগতি নিয়ে যা জানালেন দেবাশীষ চৌধুরী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:০৬ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪

বিপিএলে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স কোচ সোহেল ইসলাম আগেই বলেছেন, আমরা, মানে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি ও ম্যানেজমেন্ট কিছু জানাতে পারবো না। সাকিবের চোখের চিকিৎসার আপডেট দেবে বিসিবি মেডিক্যাল কমিটি।

বিসিবি মেডিকেল কমিটির প্রধান দেবাশীষ চৌধুরী গতকাল সোমবার জাগো নিউজকে জানিয়েছিলেন, কোনো আপডেট নেই। কারণ, সোমবার বিকেলের আগে সিঙ্গাপুর গিয়ে কোনো চোখের ডাক্তার দেখান নি সাকিব।

তবে সর্বশেষ খবর অনুসারে, সাকিব গতকাল সোমবার বাংলাদেশ সময় পড়ন্ত বিকেলে চোখের ডাক্তার দেখিয়েছেন সাকিব। আজ মঙ্গলবার দেবাশীষ চৌধুরী জাগো নিউজকে সেটি নিশ্চিত করেছেন। তিনি মুঠোফোনে বলেছেন, ‘সে অর্থে কোনো আপডেট নেই। তবে গতকাল দুইজন ডাক্তারের একটি টিম সাকিবকে দেখেছে।

দেবাশীষ আরও জানান, সাকিব আরও কয়েকজন চিকিৎসককে দেখাবেন। এরপর সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সেজন্য কয়েকদিন দেরিও হতে পারে।

বিপিএলে সাকিব আর মাঠে নামবেন কিনা, এমন প্রশ্নের জবাবে দেবাশীষ চৌধুরী বলেন, নাহ, ওতো দিন হয়তো লাগবে না। তবে আরও কয়েকদিন যে লাগবে তাতে কোনো সন্দেহ নেই।

সাকিব বিপিএলে ফিরলেও ঢাকা পর্বে আর খেলা হবে না তার। আজ মঙ্গলবারই শেষ হতে যাচ্ছে বিপিএলের ঢাকা পর্ব। এরপর ২৬ জানুয়ারি শুরু হবে সিলেট পর্ব। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটে সাকিবের দল রংপুর রাইডার্সের ৪ টি খেলা হবে। সেখানে সাকিব আদৌ খেলতে পারবেন কিনা, পারলেও কয় ম্যাচ খেলেন সেটাই দেখার বিষয়।

এআরবি/এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।