টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো খুলনা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ২২ জানুয়ারি ২০২৪

টস জিতলেই ফিল্ডিং এবং ম্যাচ জয়ের প্রায় অর্ধেক নিশ্চয়তা। এমন পরিস্থিতিতে কেউ টস জিতলে ব্যাটিং নেবেন, এমন ঘটনা এখনও পর্যন্ত এবারের বিপিএলে ঘটেনি।

সে ধারাবাহিকতাতেই বিপিএলে আজ (সোমবার) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইগার্স অধিনায়ক এনামুল হক বিজয়। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন তামিমের ফরচুন বরিশালকে।

নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বরিশাল এবং খুলনা দুই দলই। রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছিলো ফরচুন বরিশাল। অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৪ উইকেটে হারিয়েছিলো খুলনা।

এবার এগিয়ে যাওয়ার মিশন এনামুল হক বিজয় কিংবা তামিম ইকবালের দলের। আজও কী টস জয় মানেই ম্যাচ জয় হবে? নাকি ধারা পরিবর্তন করে জিতে এগিয়ে যাবে তামিমের ফরচুন বরিশাল? যদিও কাগজে-কলমে শক্তিশালী দল কিন্তু বরিশালই।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।