‘হোয়াটমোরের সঙ্গে কাজ করাটা নতুন অভিজ্ঞতা হবে’

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১৯ জানুয়ারি ২০২৪

বাংলাদেশ দলের সাবেক কোচ ছিলেন ডেভ হোয়াটমোর। দীর্ঘদিন পর আবারও তিনি ঢাকায় এলেন। এবার এসেছেন বিপিএলে ফরচুন বরিশালের টিম ডিরেক্টর হয়ে। বৃহস্পতিবারই ঢাকায় এসে পৌঁছান তিনি। আজ শুক্রবার মিরপুরের একাডেমি মাঠে ক্রিকেটারদের নিয়ে অনুশীলনেও হাজির ছিলেন এই কোচ।

হোয়াটমোরের সঙ্গে প্রথমদিন অনুশীলন, ক্রিকেটার হিসেবে তার কাছে কী প্রত্যাশা বরিশালের ক্রিকেটারদের? সে বিষয়ে জানালেন দলটির সিনিয়র ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। রংপুর রাইডার্সের বিপক্ষে শনিবার মাঠে নামবে বরিশালের ফ্রাঞ্চাইজিটি। তার আগে মিডিয়ার সামনে কথা বলতে এসে কোচ ডেভ হোয়াটমোর সম্পর্কে অনেক প্রশ্নেরই জবাব দেন মেহেদী হাসান মিরাজ।

তার কাছে জানতে চাওয়া হয়, ডেভ হোয়াটমোরকে কেমন দেখলেন। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন হবে? মিরাজ বলেন, ‘হ্যাঁ ভালো লাগছে যে উনি এসেছেন। এটা আমার জন্য নতুন এক্সপেরিয়েন্স হবে তার সাথে কাজ করার। আমি তার সঙ্গে কখনও কাজ করিনি। তিনি তো বাংলাদেশ দলের কোচ ছিলেন অনেক আগে এবং বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে তিনি খুব ভালো জানেন। সো এটা আমার জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স হবে। ‘

নতুন কোচ, নতুন দর্শন, কিভাবে তার কাছ থেকে উপকৃত হবেন? জানতে চাইলে মিরাজ বলেন, ‘একটা জিনিস দেখেন যে, যত কোচই আসুক না কেন একেকজন কোচের একেকটা ভিউ থাকে। একেক রকম চিন্তাধারা থাকে। আর অ্যাজ এ প্লেয়ার, প্রত্যেকটা প্লেয়ারেরই প্রত্যেক কোচের কাছ থেকে ভালো ভালো জিনিস নেওয়ার আছে। আমি মনে করি, বিভিন্ন কোচের বিভিন্ন সাইড থেকে একটা দুইটা যদি ভালো জিনিস প্লেয়াররা নিতে পারে, তাহলে সেটা তার ক্যারিয়ারের জন্য হেল্প হবে। এটাই আমি চিন্তা করেছি, যেহেতু সে এসেছে আজকে প্রথম প্র্যাকটিস করেছি। হয়তো এক-দেড় মাস একসঙ্গে থাকা হবে। টিমের ব্যাপারে কথা বলবে, দলের ভালো হয় সেটা নিয়ে কথা হবে। তার যে এক্সপেরিয়েন্স আছে সেটাও হয়তো শেয়ার করবে। ‘

দলের তিন সিনিয়র তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে তো হোয়াটমোরের আগে কাজ করার অভিজ্ঞতা আছে। তো সিনিয়রদের সঙ্গে এবার এসে কী কথা হলো এই কোচের? মিরাজ বলেন, ‘যেহেতু সে বাংলাদেশ দলের কোচ ছিল এবং আমাদের যে তিনজন সিনিয়র প্লেয়ার আছে তার আন্ডারে ক্রিকেট খেলেছিলেন। স্টার্টটা হয়েছিল সেই সময়, যদি ভুল না করি। অবশ্য যেহেতু পুরোনো কোচ ছিল, তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো আমার চেয়ে। আমি তো নতুন তার জন্য। দেখলাম কথাবার্তা বলছে এবং সবার সঙ্গে কমিউনিকেশন করছে।এবং প্লেয়ারদের সাথে বুস্টআপ করছে। ব্যক্তিগত ভাবে বলছে, যার যখন যা দরকার হয় তাকে সাপোর্ট করার জন্য। যেহেতু সে এসেছে। এক-দেড়মাস থাকে, প্লেয়ারদের সঙ্গে ডিসকাস করবে।’

তিন সিনিয়র ক্রিকেটার, সঙ্গে হোয়াটমোর। দলের সাফল্যে বড় রোল প্লে করতে পারে কি না? মিরাজ বলেন, ‘আন্ডারস্ট্যান্ডিং খুবই ইম্পর্ট্যান্ট। প্লেয়ারের সঙ্গে কোচের কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ। একটা প্লেয়ারের জন্য। এটা টিমে টিম রেজাল্ট করতে অনেক সাহায্য করে। আমি মনে করি যে, মালিক পক্ষ এবং কোচ ক্যাপ্টেন- এই তিনজন যদি একত্রিতভাবে চিন্তা ভাবনা করে, ভালো সার্ভিস দিতে পারে, অবশ্যই ভালো রেজাল্ট আশা করা সম্ভব। দেখেন, কোচ একটা জিনিস চাচ্ছেন, ক্যাপ্টেন একটা জিনিস চাচ্ছেন- ওনারা একটা জিনিস চাচ্ছেন- এই রকম হলে টিমের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। আমি আশা করি, কোচ, ক্যাপ্টেন এবং ফরচুন বরিশালের যে ওনার আছে অবশ্যই তিনজনের কমিউনিকেশন ভালো হবে। ’

হোয়াটমোরের সঙ্গে আপনার কথা হয়েছে কি না? জানতে চাইলে মিরাজ বলেন, ‘আমার সাথে কথা হয়েছে। আমাকে বলেছে কোনো কিছু দরকার হলে ফ্রি লি ডিসকাস করতে। যখন যেটা দরকার হয়, ও হেল্প করার জন্য রেডি আছে। বলছে, সব সময় কমিউনিকেশন করার জন্য। ’

আইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।