মঙ্গলবার থেকে টিকিট বিক্রি শুরু
২০০ টাকায় দেখা যাবে এবারের বিপিএল
![২০০ টাকায় দেখা যাবে এবারের বিপিএল](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/bpl-1-20240115212449.jpg)
বিপিএল উত্তেজনায় মেতে ওঠার সময় ঘনিয়ে এলো। আর মাত্র ৯৬ ঘণ্টা, এরপরই শেরে বাংলায় শুরু হবে বিপিএল এর ব্যাট ও বলের লড়াই। আগামী ১৯ জানুয়ারি শুক্রবার চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর দুর্দান্ত ঢাকার লড়াই দিয়ে পর্দা উঠবে এবারের বিপিএলের।
ক্রিকেট অনুরাগীদের মধ্যে যারা এ প্রচণ্ড শীতের মধ্যেও মাঠে গিয়ে খেলা দেখতে মুখিয়ে, তাদের জন্য সুখবর, আগামীকাল (১৬ জানুয়ারি) থেকেই টিকিট বিক্রি শুরু।
বিপিএলের টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে। সবচেয়ে কম ২০০ টাকা প্রবেশমূল্যে প্রতিদিনের দুটি করে ম্যাচ দেখা যাবে।
আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং শেরে বাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেটে টিকিট পাওয়া যাবে।
টিকিটের মূল্য
গ্র্যান্ড স্ট্যান্ড: ২৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড: ১৫০০ টাকা
ক্লাব হাউজ: ৮০০ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ৪০০ টাকা
পূর্ব গ্যালারি: ২০০ টাকা
এআরবি/আইএইচএস