বিশ্বকাপের চ্যালেঞ্জ নিয়ে যুব অধিনায়ক

‘প্রতিপক্ষ নিয়ে চিন্তা করি না, নিজেদের খেলাটা খেলতে চাই’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ০১ জানুয়ারি ২০২৪

হোক তা বিশ্বকাপ। সাধারণত দল ঘোষণার সময় অধিনায়ক খুব কমই উপস্থিত থাকেন। দল ঘোষণা মূলত প্রধান নির্বাচকের কাজ। কখনও কখনও বোর্ড প্রধানও দল ঘোষণা করেন। তবে অধিনায়কের উপস্থিতিতে দল ঘোষণা এবং সেই প্রেস মিটে অধিনায়কের কথা বলার নজির কম।

২০২৪ সালের প্রথম দিন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ যুব দল ঘোষণার সময় নির্বাচক হান্নান সরকার এবং হেড কোচ স্টুয়ার্ট ল’র সঙ্গে দেখা গেলো বাংলাদেশ যুব দল অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিকেও।

শুধু উপস্থিত থাকাই নয়। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথাও বললেন জুনিয়র টাইগার ক্যাপ্টেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে দারুণ আত্মবিশ্বাসী জবাব দিয়েছেন বন্দরনগরী নারায়ণগঞ্জের এই তরুণ ক্রিকেটার।

প্রশ্ন ছিল, তার নেতৃত্বেই যুব দল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও আরব আমিরাতকে পেছনে ফেলে এশিয়া কাপ জিতে এসেছে। সেটা কীভাবে দেখছেন? এশিয়া কাপ জেতাটা কত বড় অনুপ্রেরণা? এবার গ্রুপপর্বেই ভারতের সঙ্গে দেখা হচ্ছে। একই গ্রুপে তুলনামূলক কম শক্তির আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রও আছে। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে খেলাটা কি একটু হলেও চাপমুক্তি?

সংবাদ সম্মেলনে এমন সব প্রশ্নের মুখোমুখি হয়ে মাহফুজুর রহমান রাব্বির বেশ গোছানো জবাব, ‘আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো। তবে এশিয়া কাপ শেষ হয়েছে। এখন আর সেটা নিয়ে ভেবে ও চিন্তা করে লাভ নেই। এখন বিশ্বকাপ নিয়ে আমাদের প্রস্তুতি নেওয়ার সময়। আমরা যেন এশিয়া কাপ নিয়ে বসে না থাকি। আমার মনে হয় এখন আমাদের ওয়ার্ল্ডকাপ নিয়েই ভাবা উচিত।’

ভারতের বিপক্ষে খেলা সম্পর্কে বলতে গিয়েও খানিক ভাবলেশহীন রাব্বি। সোজা জানিয়ে দিলেন, ‘ভারতের সঙ্গে ম্যাচও আমাদের কাছে অন্য আট-দশটি খেলার মতোই। আমরা সাধারণত কোনো ম্যাচ নিয়েই বেশি কিছু ভাবি না। সব খেলাকে একটা ক্রিকেট ম্যাচ ভেবেই মাঠে নামি। বিশেষ কিছু চিন্তা করি না। আমরা প্রতিপক্ষ নিয়ে তত চিন্তা করি না। নিজেদের প্রসেস ঠিক রাখার চেষ্টা করি। হেড কোচ স্টুয়ার্ট ল’ স্যার, বোলিং কোচরা যে যে প্ল্যানগুলো দেন, সেগুলো বাস্তবায়িত করার চেষ্টা করি।’

২০২০ সালে এই দক্ষিণ আফ্রিকার মাটিতে আকবর আলীর নেতৃত্বে তাদের পূর্বসূরিরা যুব বিশ্বকাপ জিতেছেন। এবারও সেখানেই খেলা। পূর্বসূরিদের নিয়ে রাব্বি বলেন, ‘২০২০ বিশ্বকাপে বড় ভাইরা অনেক ভালো করেছেন। তারা মেন্টালি অনেক স্ট্রং ছিলেন। ম্যাচিউর প্লেয়ার ছিলেন তাই ওয়ার্ল্ডকাপ এসেছে।’

গত দুই বছরে তার নিজের কতটা উন্নতি হয়েছে? এ প্রশ্ন করা হলে রাব্বি বলেন, ‘শেষ দুই বছরে আমি বোলিং আর ব্যাটিং দুই বিভাগেই ইম্প্রুভ করেছি। আমাদের কোচিং স্টাফদের কাছ থেকে মেন্টাল সাপোর্ট পাচ্ছি। সবাই কাজ করছেন। অনেক টিপস পাচ্ছি সবার কাছ থেকে। আমি স্পিন আর ব্যাটিংটায় ইমপ্রুভ করতে পেরেছি।’

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।