এই যুব দলের কয়েকজন জাতীয় দলে খেলবে: স্টুয়ার্ট ল
তিনি বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন। ২০১১ বিশ্বকাপের কিছুদিন পর ট্রেভর বেইলির জায়গায় টিম বাংলাদেশের হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন স্টুয়ার্ট ল। কিন্তু এক বছর পুরো না হতেই চলে যান এ অস্ট্রেলিয়ান।
এরপর ২ বছর ওয়েস্ট ইন্ডিজের হেড কোচের দায়িত্ব পালনের পর আবার বাংলাদেশে এসেছেন কোচিং করাতে। তবে এবার আর জাতীয় দলের হেড কোচ হয়ে নয়, অস্ট্রেলিয়ার তুখোড় ক্রিকেটার স্টুয়ার্ট ল ২০২০ সালের যুব বিশ্বকাপের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নিয়েছেন।
স্টুয়ার্ট লয়ের অধীনেই এবার এশীয় যুব ক্রিকেটের শিরোপা জিতে আসলো বাংলাদেশ যুব দল। তার সাথে যুব দলের ব্যাটিং কোচ হিসেবে আছেন ভারতের সাবেক টেস্ট ওপেনার ওয়াসিম জাফর। তাদের কোচিংয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে আগামী ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা যাবে যুব দল।
এবারের যুব দলটিকে নিয়ে কী ভাবছেন স্টুয়ার্ট ল? নিজ দলের ক্রিকেটারদের নিয়ে তার মূল্যায়ন কী? তাদের মেধা ও মান সম্পর্কে তার মন্তব্যই কি? ছেলেদের প্রতি তার নির্দেশনাইবা কী?
স্টুয়ার্ট ল মনে করেন, এশীয় যুব ক্রিকেট ছিল জুনিয়র টাইগারদের নিজেদের মেলে ধরার একটা উত্তম প্লাটফর্ম। আর বিশ্বকাপ হবে আরও একটি বড় মঞ্চ। এবারের দলটির প্রতি তার ধারণা বেশ উচ্চ। তিনি মনে করেন, এই দলের কয়েকজন ক্রিকেটার জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে।
স্টুয়ার্ট ল বলেন, ‘আমাদের দলে বেশ কয়েকজন ক্রিকেটার সম্ভাবনার ছাপ রাখছে। তারা এখন সুযোগ পাচ্ছে, সবার মনোযোগের কেন্দ্রে থাকছে। এশিয়া কাপ ছিল তাদের জন্য একটি সুযোগ। বিশ্বকাপ তাদের জন্য নিজেদের স্কিল দেখানোর আরেকটি সুযোগ। আমার বিশ্বাস, বেশ কয়েকজন ক্রিকেটার জাতীয় দলে খেলতে পারবে।’
তবে এটুকু বলে তিনি একটা শর্তও জুড়ে দিয়েছেন। তার অনুভব, জাতীয় দলে খেলা পুরোটাই ক্রিকেটারদের ওপর নির্ভর করবে। কী করলে যুব দলের বৃত্ত থেকে বেরিয়ে ভবিষ্যতে জাতীয় দলে না লিখানো সম্ভব? সে প্রেসক্রিপশনটাও দিয়েছেন স্টুয়ার্ট ল।
তিনি বলেন, ‘তাড়নাটা ক্রিকেটারদের হৃদয় থেকে আসতে হবে, মাথা থেকে আসতে হবে। নিজেদের প্রতিভা যেন অপচয় না করে। সুযোগ যেন নষ্ট না করে। একইসঙ্গে মাঠে নেমে নিজেদের ক্রিকেট উপভোগ করতে হবে। আমি ওদের দেখেছি, যখন ভালো খেলে, মুখে চওড়া হাসি থাকে। মাঠে সতীর্থের কাঁধে তাদের হাত থাকে। ওরা একে অপরের সাফল্য উপভোগ করে। আমরা সবাই যদি তা করি, তাহলে দারুণ ফল পাওয়া যাবে।’
টাইগার যুব দলের হেড কোচ মনে করেন, ‘শুধু বাংলাদেশেই নয়, বয়সভিত্তিক ক্রিকেটে যেকোনো দলে প্রতিভা থাকে অনেক। বিষয়টা হলো চাপের মুহূর্তে ধারাবাহিকভাবে পারফর্ম করা। তা করতে পারলে পরবর্তী ধাপে তারা মূল্যায়িত হবে।’
এআরবি/এমএমআর/এএসএম