মেলবোর্ন টেস্টে পাকিস্তানের বিপক্ষে নাটকীয় জয় অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৩১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৩

লক্ষ্য ৩১৭ রান। ৫ উইকেটেই ২১৯ রান তুলে ফেলেছিল পাকিস্তান। মনে হচ্ছিল, মেলবোর্ন টেস্ট জিতে সমতায় ফিরবে শান মাসুদের দল। কিন্তু সেখান থেকে নাটকীয়ভাবে ম্যাচটি জিতে নিলো অস্ট্রেলিয়া।

প্যাট কামিন্স-মিচেল স্টার্কদের তোপে পাকিস্তানের শেষ ৫ উইকেট পড়লো মাত্র ১৮ রানে! তাতেই ৭৯ রানের নাটকীয় এক জয় তুলে নিলো অস্ট্রেলিয়া। এতে তিন ম্যাচ সিরিজ এক টেস্ট হাতে রেখেই ২-০ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনটাই ছিল নাটকীয়তায় ঘেরা। ৬ উইকেটে ১৮৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়াকে ২৬২ রানে থামিয়েছিল পাকিস্তান। অ্যালেক্স ক্যারে করেন ৫৩।

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি আর মীর হামজা নেন ৪টি করে উইকেট।

রান তাড়ায় দুই ওপেনার আবদুল্লাহ শফিক (৪) আর ইমাম উল হক (১২) সুবিধা করতে পারেননি। তবে অধিনায়ক শান মাসুদ আর বাবর আজমের ব্যাটে জয়ের সুবাস পাচ্ছিল পাকিস্তান।

শান মাসুদ ৬০ করে কামিন্সের শিকার হন। বাবর আজমকে (৪১) ফেরান হ্যাজেলউড। এরপর সৌদ শাকিলও (২৪) সেট হয়ে আউট হন। তবে মোহাম্মদ রিজওয়ান আর আঘা সালমানের ব্যাটে দারুণভাবে লড়াইয়ে ফেরে পাকিস্তান।

ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন ৫৭ রান। রিজওয়ানকে (৩৫) উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে এই জুটিটি ভাঙেন কামিন্স। এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস।

আঘা সালমান একটা প্রান্ত ধরে চেষ্টা করেছিলেন। কিন্তু ফিফটি করে তাকেও (৫০) ফিরতে হয় স্টার্কের শিকার হয়ে। ২৩৭ রানে থামে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।

এই টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ৩১৮। জবাবে ২৬৪ রানে অলআউট হয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ১৬ রানে অসিদের ৪ উইকেট তুলে নিয়েছিল সফরকারীরা। কিন্তু আবদুল্লাহ শফিকের এক ক্যাচ ড্রপই যেন ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। ২০ রানে মার্শের ক্যাচ ফেলেন তিনি, সেই মার্শ ৯৬ রানের ইনিংস খেলে দেন।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।