টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৩

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যকার বক্সিং ডে টেস্টের শুরুতেই বৃষ্টির বাধা। যদিও বৃষ্টি খুব বেশি ভোগায়নি। টস হওয়ার পর বৃষ্টি এবং ভেজা মাঠের কারণে কিছুটা বিলম্ব হয় ম্যাচ শুরু করতে। তবে, নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা সময় বেশি লেগেছিলো।

দক্ষিন আফ্রিকা এবং ভারতের মধ্যকার সিরিজের এটা প্রথম টেস্ট। সেঞ্চুরিয়নে রোহিত শর্মার বিপক্ষে টস জিতলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। টস জিতেই তিনি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।

এই ম্যাচের মধ্য দিয়েই বিশ্বকাপের পর প্রথম মাঠে ফিরছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর তারা আর মাঠে নামেননি। তবে, মাঠে নামার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা অকপটে জানিয়ে দিলেন, বিশ্বকাপ হারের দুঃসহ স্মৃতি ভুলতে পারছেন না তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় একাদশে জায়গা হয়নি রবিন্দ্র জাদেজার। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকা একাদশে নেই কেশভ মাহারাজ এবং লুঙ্গি এনগিদি।

টস হেরে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯। ৫ রান নিয়ে জসস্বি জয়সওয়াল এবং ৪ রান নিয়ে ব্যাট করছেন রোহিত শর্মা।

দক্ষিণ আফ্রিকা একাদশ

ডিন এলগার, এইডেন মার্করাম, টনি ডি জর্জি, টেম্বা বাভুমা (অধিনায়ক), কিগান পিটারসেন, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরেনে (উইকেটরক্ষক), মার্কো জানসেন, জেরার্ল্ড কোয়েৎজি, কাগিসো রাবাদা এবং নান্দ্রে বার্গার।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), জসস্বি জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রাসিদ কৃষ্ণা।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।