ইতিহাসগড়া জয়ের নায়ক তানজিম সাকিব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩০ এএম, ২৩ ডিসেম্বর ২০২৩

নিউজিল্যান্ডের মাটিতে হলো ইতিহাস। আগের ১৮ ওয়ানডেতে কিউইদের তাদের মাঠে হারাতে পারেনি বাংলাদেশ। অবশেষে ধরা দিলো জয়। সাদা বলের দুই ফরম্যাটে এটিই প্রথম জয় টাইগারদের।

ইতিহাসগড়া এই জয়ের নায়ক তানজিম হাসান সাকিব। কিউইদের তাদেরই মাঠে শুরুতেই কাঁপিয়ে দিয়েছিলেন এই পেসার।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭.২ ওভারে মাত্র ২২ রান তুলতেই ২ উইকেট হারায় কিউইরা। দুটি উইকেটই নেন তানজিম সাকিব।

প্রথম ৫ ওভারের স্পেলে ১ মেইডেনসহ মাত্র ৯ রান দিয়ে দুটি উইকেট নেন সাকিব। তাতেই কোণঠাসা হয়ে পড়ে কিউইরা। এরপর দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়ে প্রথম বলেই অধিনায়ককে উইকেট উপহার দেন তানজিম।

সবমিলিয়ে তার বোলিং ফিগার ছিল রীতিমত নজরকাড়া: ৭-২-১৪-৩! এমন বোলিংয়ের পর ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন ২৩ বছর বয়সী পেসার।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।