ক্রিকেট থেকে অবসরের পর সেনাবাহিনীতে যোগ দেবেন ধোনি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২১ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩

বয়স ৪২। এমন বয়সেও ক্রিকেট মাঠেই আনন্দঘন সময় কাটাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২২ গজের পিচে আরও সময় কাটাতে চান বলেও জানিয়েছেন ভারতের সর্বজয়ী অধিনায়ক।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো ফ্র্যাইঞ্চাইজি ক্রিকেট মাতাচ্ছেন ধোনি। তার নেতৃত্বে ২০২৩ সালের আসরে আইপিএলের শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। শিরোপা জেতার পরও আইপিএলের সঙ্গে আরও সময় ধরে যুক্ত থাকার ইচ্ছে পোষণ করেছেন ধোনি। বলেছেন, এটি আনন্দ করার জন্য একটি দারুণ মুহূর্ত।

তবে সময় তো চলছে তার নিজ গতিতে। যে কারণে বার বার কথা উঠছে, কখন অবসরে যাবেন ধোনি। অবসরের পরেই বা কী করবেন এই সাবেক ভারতীয় অধিনায়ক?

অবসরের পর কী করবেন ধোনি, আবারও এমন প্রশ্নের সম্মুখীন হলেন ভারতের এই সাবেক উইকেটরক্ষক ব্যাটার। এবার প্রশ্নের জবাব হাসিমুখেই দিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানেই তাকে এমন প্রশ্নের উত্তর দিতে দেখা গেছে।

ধোনি বলেন, ‘আমি কখনো এটি নিয়ে চিন্তা করি না। আমি এখনো ত্রিকেট খেলছি। ক্রিকেট থেকে অবসরের পর আমি কী করি, এটি দেখাটা খুব মজাদার হবে। আমি নিশ্চিতভাবেই বলতে পারি, সেনাবাহিনীর সঙ্গে আমি দীর্ঘ সময় পার করতে চাই। কারণ, শেষ কয়েক বছর ধরে আমি এটি করতে পারছি না।’

আইপিলের আগামী আসর ধোনির নেতৃত্বেই খেলবে চেন্নাই। তবে তার উত্তরাধিকারী কে হবেন, সেটি নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। তবে এখনি এটি নিয়ে কোনো সিদ্ধান্ত জানাননি চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং।

আইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।