এত লম্বা ব্রেকের পর ১৫০ প্লাস ইনিংস খেলা সহজ কাজ নয়: জালাল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৩

অনেক দিন পর হলেও অবশেষে রানের দেখা পেলেন সৌম্য সরকার। তার ব্যাট থেকে ওয়ানডেতে শেষ ফিফটি এসেছিল সেই ২০১৯ সালের মে মাসে। আর সর্বশেষ তিন অংকে পা রেখেছিলেন ২০১৮ সালের অক্টোবরে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে।

এরপর কেটে গেছে দীর্ঘদিন; আবার আজ বুধবার নেলসনে হাসলো বাঁ-হাতি সৌম্যর ব্যাট। ১৬৯ রানের বিগ হান্ড্রেডে মাঠ মাতালেন তিনি। ৬২ মাস পর শতরানের দেখা পেলেন। বড় ইনিংস খেললেন।

সৌম্যর এ ‘বিগ হান্ড্রেড’ কেমন লাগলো বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুসের? আজ বিকেলে শেরে বাংলায় খুব সন্তুষ্টি নিয়ে বিসিবির এ সিনিয়র কর্মকর্তা বলে উঠলেন, ‘খুব ভাল লাগলো দেখে। দারুণ ব্যাটিং করেছে সৌম্য।’

জালালের অনুভব, দীর্ঘ বিরতির পর ফিরে সৌম্য যে বিরাট ইনিংস উপহার দিয়েছে, সেটা মোটেই সহজ কাজ নয়। তাই মুখে এমন প্রশংসাসূচক বাক্য, ‘এতদিন পর ব্রেক পেল। ব্রেক পেয়ে ১৫০ প্লাস ইনিংস খেলা ইজি কাজ নয়। অনেক বড়।’

সৌম্যর দলে ফেরাটা মুলতঃ হেড কোচ হাথুরুসিংহের ইচ্ছেয়। এমনটা জানিয়ে বিসিবি ক্রিকেট অপারেশন্স প্রধান বলেন, হেড কোচ তাকে চেয়েছে। আমাদের (ক্রিকেট অপারেশন্স) সব সময় কোচের প্ল্যান ফলো করতে হয়। হাথুরুর মনে হয়েছে সৌম্যকে দলে দরকার। বিশেষ করে তার ধারণা, ভাল উইকেটে সৌম্য এখনো ফিট ও ইফেক্টিভ প্লেয়ার। তাই তাকে কন্টিনিউ করিয়েছে। আমরা চেষ্টা করেছি হেড কোচের সে ইচ্ছা পূরনের। উই ট্রাইড আওয়ার বেস্ট।’

জালালের শেষ কথা, ‘আমরা চাই জাতীয় দলে অপশন বাড়াতে। সৌম্য কাম ব্যাক করলে ডেফিনেটলি অ্যাডেড হবে।’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।