আলোচনায় থাকা রাচিন রাবিন্দ্রর উঠলো না বড় দাম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৩

কিউই তরুণ অলরাউন্ডার রাচিন রাবিন্দ্র গত বিশ্বকাপে নজর কেড়েছেন আলাদাভাবে। তিন সেঞ্চুরিসহ ছিলেন বিশ্বকাপের সেরা রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ অবস্থানে। বল হাতেও বেশ ভালো অবদান ছিল। ১০ ম্যাচে নিয়েছেন ৯টি উইকেট।

এবারের আইপিএল নিলামে রাচিনের বেশ ভালো কদর থাকবে, ধারণা করা হচ্ছিল তেমন। নিলামের আগে তার কিউই সতীর্থ অ্যাডাম মিলনে বলেন, ‘রাচিন বিশ্বকাপে দেখিয়েছে সে কেমন ক্লাস প্লেয়ার। তাই আমি ভীষণ রোমাঞ্চিত, যদি তাকে নেওয়া হয় (আইপিএলে) এবং কিছু টি-টোয়েন্টি ক্রিকেট খেলে। সে তো এরই মধ্যে স্টার। আমার কোনো সংশয় নেই, আশা করছি সে নিউজিল্যান্ডের একজন গ্রেটেস্ট খেলোয়াড় হতে পারবে।’

বিজ্ঞাপন

রাচিনের আরেক সতীর্থ মার্ক চ্যাপম্যান বলেছিলেন, ‘সবসময়ই এই আশা থাকে যে আপনি হয়তো দল পাবেন। তবে সত্যি বলতে, আমি রাচিনকে নিয়ে বেশি আগ্রহী যে তার সঙ্গে কী ঘটে। বিশ্বকাপে তার যে পারফরম্যান্স, যাদের নিয়ে আলোচনা হচ্ছে তাদের মধ্যে সে অন্যতম একজন থাকবে, সেটা বিস্ময়ের নয়।’

তবে যতটা আশা করা হয়েছিল, রাচিনকে নিয়ে ততটা টানাটানি পড়েনি আইপিএলের নিলামে। তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস আর পাঞ্জাব কিংস দাম হাঁকিয়েছিল। কিন্তু বেশিদূর যায়নি। ১ কোটি ৮০ লাখ রুপিতেই রাচিনকে কিনে নিয়েছে চেন্নাই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।