অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ভারত-পাকিস্তানের বিদায়, বাংলাদেশ-আরব আমিরাত ফাইনাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশ হারালো ভারতকে, আরব আমিরাত পাকিস্তানকে। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়টা অপ্রত্যাশিত না হলেও, আরব আমিরাত পাকিস্তানের বিপক্ষে জিততে পারে, অনেকেই ভাবেননি।

তবে ঘরের মাঠে গ্রুপপর্বে আরব আমিরাত হারিয়েছিল শ্রীলঙ্কাকে। সেটি যে অঘটন ছিল না, সেমিফাইনালেই তা প্রমাণ করেছে স্বাগতিকরা।

দুবাইয়ের এসিসি একাডেমিতে লো স্কোরিং ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে আরব আমিরাত। এবারই প্রথমবার তারা উঠলো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে।

অন্যদিকে এসিসি একাডেমির দুই নম্বর মাঠে বাংলাদেশ ৪ উইকেট আর ৪৩ বল হাতে রেখে হারিয়েছে ভারতকে।

এতে করে একই দিনে বিদায় হয়ে গেছে ভারত আর পাকিস্তানের। ফাইনালে লড়বে বাংলাদেশ-আরব আমিরাত। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।