আফগানদের বিদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩

এই ম্যাচ জিতলে কাগজে-কলমে আফগানিস্তানেরও সুযোগ ছিল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে নাম লেখানোর। তবে সেটা আর হয়নি। পাকিস্তানের কাছে ৮৩ রানের বড় ব্যবধানেই হেরেছে আফগান যুবারা।

৩ ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে নাম লিখিয়েছে পাকিস্তান। ৪ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গে এই গ্রুপ থেকে উঠেছে ভারত।

দুবাই আইসিসি একাডেমিতে টসভাগ্য সহায় ছিল আফগানিস্তানের। কিন্তু পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোই যেন কাল হয় তাদের।

দুই ওপেনার শামিল হোসেন আর শাহজাইব খান গড়েন ১১৫ রানের জুটি। শামিল ৫৪ বলেই ৭ চার আর ৫ ছক্কায় খেলেন ৭৫ রানের ঝোড়ো ইনিংস। শাহজাইব করেন ৯৫ বলে ৭৯।

এছাড়া ৬৯ বলে ৭৩ আসে ওয়ান ডাউন তাইয়েব আরিফের ব্যাট থেকে। পাকিস্তান ৪৮ ওভারে অলআউট হলেও বোর্ডে তোলে ৩০৩ রানের বড় সংগ্রহ।

আফগানিস্তানের বশির আহমেদ আর ফরিদুন দায়ুদজাই নেন ৩টি করে উইকেট।

জবাবে ১০০ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে আফগানিস্তান। উইকেটরক্ষক নুমান শাহ ছাড়া আর কেউ ফিফটিও করতে পারেননি। নুমান ৭৮ বলে করেন ৫৪। ৪৮.৪ ওভারে ২২০ রানে অলআউট হয় আফগানরা।

পাকিস্তানের উবাইদ শাহ আর তৈয়ব আরিফ নেন তিনটি করে উইকেট।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।