আজ রাতেই নিউজিল্যান্ড যাচ্ছে টিম বাংলাদেশের প্রথম বহর
টেস্ট সিরিজ শেষ না হতেই বেজে গেছে বাংলাদেশ আর নিউজিল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দামামা। তবে সে দুই সিরিজ আর বাংলাদেশে নয়, নিউজিল্যান্ডের মাটিতে।
আগামী ১৭ ডিসেম্বর ডানেডিনে প্রথম ওয়ানডে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের। তারপর ২০ ও ২৩ ডিসেম্বর পরের দুটি একদিনের ম্যাচ। সে সিরিজ শেষে ২৭, ২৯ আর ৩১ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এদিকে আজ শনিবার রাতেই নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ওয়ানডে দলের একাংশ। ভাবছেন, আজ টেস্ট শেষ করেই বিমানে চড়বেন শান্ত, মুশফিক , মিরাজরা? না, তা নয়। যারা টেস্ট দলে নেই, শুধুই ওয়ানেডে খেলবেন; তারাই যাবেন আজ রাত ১১ টা ৫০ মিনিটের ফ্লাইটে।
বাংলাদেশ আর নিউজিল্যান্ড টেস্ট চলাকালীন যারা স্থানীয় কোচ সোহেল ইসলামের অধীনে সাদা বলে অনুশীলন করেছেন, সেই এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, তানজিম সাকিব, রাকিবুল হাসান, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন থাকবেন এ বহরে।
টেস্ট খেলা দলের যারা ওয়ানডে স্কোয়াডে আছেন, তারা সবাই যাবেন আগামী পরশু ১১ ডিসেম্বর। সোমবার একই ফ্লাইটে নিজ দেশের উদ্দেশ্যে উড়বে কিউরাও।
এআরবি/এমএমআর/জেআইএম