এমন উইকেটই চান শান্ত
ঘরের মাঠে ঠিক এমন উইকেটই চান নাজমুল হোসেন শান্ত। উইকেট নিয়ে টেস্ট ম্যাচ শেষে প্রশ্ন উঠলো, এ ধরনের উইকেটে খেলে কী লাভ? কী উপকার হচ্ছে দলের?
যে উইকেট নিয়ে হাজার কথা, রাজ্যের সমালোচনা। খোদ বাংলাদেশ হেড কোচ হাথুরুসিংহে মনে করেন, হোম অফব ক্রিকেটের পিচ ‘আনপ্রেডিক্টেবল’।
কিন্তু বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সমালোচকদের কোনো কথাই শুনতে নারাজ। টাইগার অধিনায়ক বলেন, ‘সবাই ঘরের মাঠে অ্যাডভান্টেজ নেয়। আমাদেরও নেওয়া উচিত। তাই আমি মনে করি দেশের মাটিতে বাংলাদেশের ঠিক এমন পিচেই খেলা উচিত।’
কিন্তু তাই বলে এমন স্লো- লো আর টার্নিং পিচ! যেখানে স্বচ্ছন্দ্যে স্বাভাবিক ব্যাটিং বহুদূরে, ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকাই কঠিন। তবে শান্তর পরিষ্কার কথা, ‘টেস্ট ক্রিকেটে তো আমরা ইমপ্রুভ (উন্নতি) করতে আসি নাই, জিততে আসছি। এই ধরনের অ্যাডভান্টেজ অবশ্যই নেওয়া উচিত।’
শেরে বাংলার এই উইকেটের চেয়ে সিলেটের উইকেট অপেক্ষাকৃত ভালো ছিল। সিলেটে বাংলাদেশের ব্যাটাররা মোটামুটি রান করেছেন। ২ ইনিংস মিলে ৩টি ফিফটি আর একটি সেঞ্চুরিসহ উভয় ইনিংসে ৩০০+ রান উঠেছে।
বোলারদের একজন (তাইজুল) ম্যাচে ১০ উইকেট পেয়েছেন। দল জিতেছে ১৫০ রানে। ঢাকার চেয়ে সেটাই কি বেটার অপশন ছিল না? শান্ত তাও মানতে নারাজ।
শান্ত বোঝানোর চেষ্টা করেন, ‘দেশের সব উইকেটের তুলনায় শেরে বাংলার পিচই টিম বাংলাদেশের জন্য আদর্শ। তবে শেরে বাংলার পিচে খেলার প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে প্রথম শ্রেণির ক্রিকেটের সময় এখানে আরও বেশি বেশি ম্যাচ খেলে। কারণ এখানে (শেরে বাংলায়) আমরা জেতার জন্য আসি।’
এআরবি/এমএমআর/জেআইএম