জয়ের মাঝে ভালো ওপেনারের লক্ষণ দেখতে পাচ্ছেন ফাহিম

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১০ পিএম, ৩০ নভেম্বর ২০২৩

দিন শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২১২। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একাই নট আউট ১০৪ রানে; কিন্তু বাংলাদেশের নামী কোচ নাজমুল আবেদিন ফাহিম শুধু শান্তকে একা নয়, প্রশংসা করেছেন অন্যদেরও।

তিনি মনে করেন, প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সবাই ভাল খেলেছেন। তার ভাষায়, ‘বেশ কয়েকজনকে ধৈর্য্য ধরে বেশি সময় উইকেটে থেকে লম্বা ইনিংস খেলার চেষ্টা করতে দেখলাম।’

জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম- সবার ব্যাটিংয়ের ধরন নিয়ে কথা বলতে গিয়ে অনেক কথার ভীড়ে কোচ ফাহিম বলেন, ‘সবাই প্রথম ইনিংসের ভুল-ত্রুটি শুধরে একটু রয়ে-সয়ে খেলার চেষ্টা করেছে। এমনকি দুই ইনিংসে রান না পাওয়া জাকিরের মাঝেও চেষ্টা ছিল। তবে জাকিরের আউট হওয়ার ধরনটা দুই ইনিংসেই প্রায় একই রকম। প্রথম ইনিংসেও একই ধরনের ডেলিভারিতে আউট হয়েছিল সে। সেবার বোল্ড হয়েছিল। এবার লেগবিফোর উইকেট। তার অফস্ট্যাম্পের বাইরে থেকে ভেতরে ঢোকা ডেলিভারিতে আউট হওয়া নিয়ে কোচদের কাজ করা দরকার।’

ওদিকে মুমিনুল হকের ব্যাট চালনায় সন্তুষ্ট ফাহিমের ধারনা, মুমিনুল হক আজ লম্বা ইনিংস খেলার অনেক বড় সুযোগ হাতছড়া করেছেন। ফাহিমের ভাষায়, ‘মুমিনুল খুব কন্ট্রোল ইনিংস খেলছিল। খেলার ভেতরে ঢুকে গিয়েছিল। রান আউটের শিকার না হলে হয়ত অনেকদুর যেতে পারতো।’

অপর ওপেনার জয়ের অ্যাপ্রোচ দেখেও সন্তুষ্ট ফাহিম, ‘তার ব্যাটিং অ্যাপ্রোচ দেখে আমি ইম্প্রেসড। আমাদের ওপেনিংয়ে সমস্যা আছে, জয়কে দেখে ভাল লাগলো। তার মাঝে একজন ভাল ওপেনারের গুনাবলী পেয়েছি আমরা। তার মধ্যে সে টেম্পারামেন্ট আছে। ব্যাটারদের মাঝে কখনো কখনো আস্থাহীনতা থাকে। ইগো থাকে; কিন্তু ওর মধ্যে সেগুলো নেই। সে খুব সতর্কতার সাথে নিজের সিদ্ধান্তগুলো নিয়ে খেলেছে।’

মুশফিক সম্পর্কে ফাহিম বলেন, ‘মুশফিক প্রথম ইনিংসে খুব বেশী আক্রমণাত্মক খেলেছে। এবার অবশ্য সময় নিয়ে খেলার চেষ্টা ছিল। তারপরও একটু আক্রমনাত্মক ছিল। শটস খেলার চেষ্টায় আছে। মুশফিকের আরও একটু যত্নবান হওয়া উচিৎ। এ উইকেটে চালিয়ে খেলার দরকার নেই। এখনো রান করা যায়। যাবেও। বেশ কিছু রান করতে হবে।’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।