উইকেট এখনো খারাপ না, অন্তত ৩০০ রানের লিড নিতেই হবে: ফাহিম

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ৩০ নভেম্বর ২০২৩

প্রথম ইনিংসে টাইগারদের ব্যাটিং দেখে যারা আফসোসে পুড়ছিলেন, তারা আজ খুব খুশি। প্রশিক্ষক ও ক্রিকেট বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিম খুব দারুণ সন্তুষ্ট। এ ক্রিকেট বোদ্ধার মুখ থেকে বেরিয়ে এসেছে, ‘খুব ভাল কাটলো আজকের দিনটা। বেশ ভাল একটা দিন কাটালাম আমরা।’

বৃহস্পতিবারের দিনটা কেমন কাটলো? সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিন শেষে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ? প্রথম ইনিংসের ভুল কি ছিল? কেন ওপেনার মাহমুদুল হাসান জয় (৮৬) ছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৩৭), পরিণত ও প্রতিষ্ঠিত উইলোবাজ মুমিনুল (৩৭), সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম (১২), শাহাদাত হোসেন দিপু (২৪) অলরাউন্ডার মেহেদ হাসান মিরাজ (২০) আর উইকেটরক্ষক নুরুল হাসান সোহান (২৯) সেট হয়েও লম্বা ইনিংস খেলতে পারেননি? দ্বিতীয় ইনিংসের ব্যাটিংটা কেমন হলো টাইগারদের ?

এ সব নিয়ে বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলা শেষে জাগো নিউজের সাথে কথা বলতে গিয়ে দেশ বরেণ্য প্রশিক্ষক, সাকিব-মুশফিকদের গুরু, ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম ওপরের মন্তব্য করেন। সামগ্রিকভাবে তিনি টাইগারদের ব্যাটিং দেখে বেশ সন্তুষ্ট।

তার কথা, ‘অবশ্য তার মানে এই না যে, আমরা প্রথম ইনিংসে খারাপ কাটিয়েছি। প্রথম ইনিংসটাও ভালই ছিল; কিন্তু ঠিক যতটুকু সুযোগ ছিল, সে সুযোগ কাজে লাগাতে পারিনি আমরা। সে ইচ্ছে ও চেষ্টাটাই ছিল কম।’

কি সমস্য ছিল প্রথম ইনিংসে? ফাহিমের ব্যাখ্যা, ‘আমরা অহেতুক তাড়াহুড়ো করেছি। ইনিংস বড় করতে পারিনি। কিছু উচ্চাভিলাষী শট খেলেছি। ঠিক টেস্ট উপযোগী ও পারফেক্ট ক্রিকেটীয় শট না খেলে কিছুটা প্রথাবিরোধী শট খেলে আউট হয়েছে কয়েকজন।’

আজ কেমন দেখলেন? ‘তৃতীয় দিনের খেলাটা ভিন্ন ছিল। আজ মনে হয়েছে আমরা পারফেক্ট টেস্ট ক্রিকেট খেলছি। অথচ প্রথম ইনিংসের তুলনায় আজ একটু চাপের মধ্যে ছিলাম আমরা। সে চাপ অন্য কিছু না। ধারনা করা হয়েছিল, আমরা প্রথম ইনিংসে লিড পাব। কিন্তু পাইনি। সেই না পাওয়াটা একটু চাপ। সে চাপ নিয়ে ভাল খেলা একটু কঠিনই ছিল। মানসিক চাপতো ছিলই। তারপরও আমরা গোছানো ব্যাটিং করেছি। আজকে সব মিলিয়ে সন্তুষ্ট হওয়ার মত একটি দিন কেটেছে।’

ম্যাচে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে শান্ত বাহিনীর জয়ের সম্ভাবনা কতটুকু? এমন প্রশ্নের মুখোমুখি হয়ে ফাহিম সতর্ক ও সাবধানি। তার ধারনা, উইকেট এখনো ততটা খারাপ না। কাজেই কিউইদের যতটা সম্ভব বড় টার্গেট দিতে পারলেই সম্ভাবনা বেশি।

সেটা কত? ফাহিমের উত্তর, ‘এ উইকেটে আমার মনে হয় অন্তত ৩০০ রানের লিড দরকার। তার নীচে হলে ঝুঁকি থাকবে। উইকেট এখনো ভাঙ্গেনি। ঘাস মাটি আঁকড়ে রেখেছে। ব্যাটিংয়ের জন্য এখনো এ পিচকে খারাপ বলা যাবে না। অন্তত তিনশো থেকে আরও বেশি রানে লিড নিতেই হবে।’

‘যেহেতু অধিনায়ক শান্ত নিজে ক্রিজে। সাথে মুশফিকুর রহিমও আছে। তারপরও আরও জনা তিনেক ব্যাটার আছে। কাজেই আশা করতেই পারি যে আমাদের লিডটা ৩০০ ছাড়িয়ে যাবে এবং আমরা আরও শক্ত ও সুদৃঢ় জায়গায় পৌছাতে পারবো।’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।