আশরাফুলের বিশ্লেষণ

‘৪০০-৪৫০ করার সুযোগ হাতছাড়া করেছি’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২৮ নভেম্বর ২০২৩

দিন শেষে বোর্ডে বাংলাদেশের স্কোর ৯ উইকেটে ৩১০। আলো কমে যাওয়ায় নির্ধারিত সময়ের ১২-১৩ মিনিট আগে শেষ হয়ে গেল দিনের খেলা। পুরো সময় খেলা হলে হয়তো বাংলাদেশের প্রথম ইনিংসটা শেষ হয়ে যেতো।

আম্পায়াররা যখন ‘ব্যাড লাইটের’ কারণে দিনের খেলার ইতি টানলেন, তখন কিউই ক্রিকেটাররা বেশ খোশমেজাজে হাসিমুখে মাঠ ছাড়লেন।

বাংলাদেশের দুই নটআউট ব্যাটার তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম তেমন প্রশান্তি আর স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারলেন না। কী করে পারবেন? ৯ জন আউট হয়ে সাজঘরে। তারা শেষ জুটিতে আর কতদূরইবা এগিয়ে দেবেন?

দিন শেষে বাংলাদেশ ভক্ত ও সমর্থকদের আক্ষেপ, প্রথমদিনে বেশি উইকেট হারিয়ে ফেলেছে দল। একই আক্ষেপ মোহাম্মদ আশরাফুলেরও।

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক মনে করেন, রানটা ঠিকই আছে। তবে উইকেট অনেক বেশি খোয়া গেছে। সর্বোচ্চ ৪ থেকে ৫ উইকেট গেলে ভালো হতো। বলা যেতো সিলেট টেস্টের প্রথম দিনটি পুরোপুরি বাংলাদেশের।

সারাদিন মন দিয়ে খেলা দেখেছেন। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট টেস্ট নিয়ে জাগো নিউজের সঙ্গে আলাপের শুরুতেই তাই বলে দিলেন, ‘দিনের পুরো সময় দেখলাম (খেলা)।’

দেখে কী মনে হলো? সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের এ উইকেটে নিউজিল্যান্ডের এমন বোলিং শক্তির বিপক্ষে টাইগারদের ব্যাটিংটা কেমন ছিল? আপনি কতটা সন্তুষ্ট, নাকি হতাশ?

আশরাফুলের ব্যাখ্যা, ‘আমরা লাকি যে টস জিতেছি। স্টার্টটাও ভালো পেয়েছি। প্রথম উইকেটে ৫০ রান উঠেছে। কিন্তু যে জায়গায় গিয়ে শেষ করলাম, তার চেয়ে অনেক ভালো অবস্থানে থাকা যেতো। দিন শেষে আমরা তিনশো পেরিয়েছি। রানটা ঠিক আছে। স্কোরটা ভালো। কিন্তু আমরা অনেক বেশি উইকেট হারিয়ে ফেলেছি। এই রানটা ৪ থেকে সর্বোচ্চ ৫ উইকেট খুইয়ে করলে ভালো হতো।’

বেশি উইকেট হারানোর কথা বলার পাশাপাশি উইকেট দেখে দল সাজানোর প্রশংসা আশরাফুলের মুখে, ‘যে উইকেটে খেলা হচ্ছে, তা পুরোপুরি না হলেও স্পিন সহায়ক। পিচে স্পিন আছে। এমন স্পিন সহায় উইকেটে ৩ জন স্পিনার দিয়ে একাদশ সাজানোও প্রশংসা করার মত ব্যাপার। এটা ভালো সিদ্ধান্ত।’

‘তবে ঘুরেফিরে সেই কথাই বলবো, উইকেট যদি ৪ টা থাকতো খুব ভালো হতো। ৫ টা উইকেট পড়লেও মোটামুটি ঠিক ছিল। উইকেট আমরা বেশি হারিয়ে ফেলেছি। সব ব্যাটার সেট হয়ে আউট হয়েছে। সেটাই খারাপ লেগেছে।’

আশরাফুলের মূল্যায়ন, ওপেনার মাহমুদুল হাসান জয় ছাড়া আর কারো অ্যাপ্রোচই ঠিক ছিল না। কেউ ধৈর্য ধরে বলের মেধা ও গুণ বিচার করে লম্বা সময় উইকেটে থেকে দীর্ঘ ইনিংস সাজানোর চেষ্টা করেননি।

তার ভাষায়, ‘সবাই দেখলাম শটস খেলে মারতে গিয়ে আউট হয়েছে। মাহমুদুল হাসান জয় ছাড়া কেউ ভালো বলে আউট হয়নি। খারাপ বলে উইকেট দিয়ে এসেছে। জয়ের আউট বাদ দিলে সবই প্রায় সফট ডিসমিসাল।’

আশরাফুল মনে করেন, প্রথম ইনিংসে ৪০০-৪৫০ থেকে ৫০০ করার সুযোগ ছিল বাংলাদেশের। তাই আক্ষেপ নিয়ে বলে দিলেন, ‘সুযোগটা মিস করেছি আমরা। আজ ৪-৫ উইকেট নিয়ে প্রথম দিন শেষ করলে কাল চা বিরতি পর্যন্ত খেললেই হয়তো ওই রান উঠে যেত। তাতে করে ম্যাচে নিয়ন্ত্রণটা হাতে চলে আসতো।’

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।