৬ বছর নিষিদ্ধ ক্যারিবীয় বিশ্বকাপজয়ী তারকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৩ নভেম্বর ২০২৩

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী তারকা মারলন স্যামুয়েলসকে ৬ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আরব আমিরাতে টি-টেন লিগের খেলার দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

২০১৯ সালের আয়োজিত ওই আসরে আইসিসির চারটি নীতি ভঙ্গ করেছেন ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী তারকা স্যামুয়েলস। তার বিরুদ্ধে আছে খেলার বাইরে অনৈতিক সুবিধা নেওয়া, অভিযোগ তদ্ন্তকারী কর্তৃপক্ষের কাছে তথ্য গোপন করার মতো অভিযোগ।

ওই আসরে ফ্র্যাঞ্চাইজি লিগ কর্ণাটক টাস্কার্সের হয়ে খেলতে গিয়েছিলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। যদিও ফ্র্যাঞ্চাইজি লিগটির হয়ে কোনো ম্যাচ খেলেননি স্যামুয়েলস।

এর আগেও একই অভিযোগের স্যামুয়েলসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল আইসিসি। ২০০৮ সালে তাকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

স্যামুয়েলসের শাস্তির বিষয়ে আইসিসির মানবসম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা অ্যালেক্স মার্শাল বলেন, ‘স্যামুয়েলস প্রায় দুই দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসছেন। এই সময়ে তিনি অনেকগুলো দুর্নীতিবিরোধী সেশনে অংশগ্রহণ করেছেন এবং দুর্নীতিবিরোধী বিধি অনুসারে কোন কাজগুলো মেনে চলতে হবে সে বিষয়ে বিস্তারিত জেনেছেন। যদিও এখন অবসর নিয়েছেন, এর আগে দুটি অপরাধের সাথে স্যামুয়েলস জড়িত ছিলেন। অপরাধে অংশগ্রহণকারী যে কারোর জন্য ৬ বছরের নিষেধাজ্ঞা একটি শক্তিশালী প্রতিবন্ধক হিসেবে কাজ করবে, যারা নিয়ম ভঙ্গ করতে চায়।’

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।