বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার স্মিথ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ১৯ নভেম্বর ২০২৩

এবারের বিশ্বকাপ বহুল আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। পিচ এবং নানাকিছু নিয়ে পুরো বিশ্বকাপ জুড়েই ছিল আলোচনা। এবার বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারের একটি সিদ্ধান্ত বড় সমালোচনার জন্ম দিলো।

বিশ্বকাপের ফাইনালে ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই শুরু করে অজিরা। ম্যাচের সপ্তম ওভারের শেষ বলে বুমরাহর একটি বল স্টিভ স্মিথের পায়ে লাগলে আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ আউটের সিদ্ধান্ত দেন।

স্টিভ স্মিথ রিভিউ নিবেন কিনা এটা অপর প্রান্তে থাকা ব্যাটার ট্রাভিস হেডের কাছে জিজ্ঞেস করলে তিনিও সম্ভবত এটা আউট হবে এমনটাই জানিয়েছিলেন স্মিথকে। যার দরুণ স্মিথ আর রিভিউ নেননি।

কিন্তু বল ট্রাকিংয়ে দেখা গেল ভিন্ন চিত্র। বল অফস্টাম্পের বাইরে পিচ করে আউটসাইড অফে প্যাডে লাগে। এর অর্থ হলো, স্মিথ যদি রিভিউ নিতেন তাহলে সেটি নটআউট হতো। বিশ্বকাপের মত বড় মঞ্চে আম্পায়ারের এমন ভুল সিদ্ধান্ত জন্ম দিয়েছে নানা সমালোচনার। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে জোর চর্চা।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।