‘ভুল করাটা অপরাধ নয়’ বাবরকে আগলে রাখছেন পাকিস্তান কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০২ পিএম, ১২ নভেম্বর ২০২৩

এবারের বিশ্বকাপটা তেমন ভালো কাটেনি বাবর আজমের। অনেক প্রত্যাশার চাপ নিয়ে বিশ্বকাপে এসে শূন্য হাতেই ফিরে গেছেন পাকিস্তান অধিনায়ক। ওয়ানডেতে এক নম্বর ব্যাটার হিসেবে বিশ্বকাপ খেলতে গিয়ে কোনো সেঞ্চুরি করতে পারেননি।

এবারের পাকিস্তান দলটির সবকিছুই ছিল অগোছালো। ভুলভ্রান্তিতে সাবেক ক্রিকেটারদের চক্ষুশূল হয়েছেন বাবর। তবে নিজের শিষ্যের পক্ষেই সাফাই গাইলেন পাকিস্তান কোচ মিকি আর্থার।

বিজ্ঞাপন

মিকি আর্থার বলেন, ‘আমি বাবরের পাশে আছি। বাবর আমার খুব কাছে কাছেই ছিল। সে একদম তরুণ ক্রিকেটার। তাকে আরো সামনে এগিয়ে যেতে হবে। তাকে দেখিয়ে দিতে হবে সেও পারে।’

২০২০ সাল থেকে পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন বাবর। আর্থার বলেন, ‘সে এখনো শিখছে। আমরা সবাই জানি, সে ভালো ক্রিকেটার। সে নেতৃত্বকে আরো শাণিত করার চেষ্টা করছে। আমাদের তাকে সময় দেওয়া উচিত। আপনি ভুল করবেনই। কিন্তু ভুল করাটা কোনো অপরাধ নয়, যতক্ষণ আপনি সেটা শোধরানোর চেষ্টা করছেন।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।