ভারতকে রুখে দিতে প্রস্তুত ট্রেন্ট বোল্ট
সেমিফাইনালে শেষ দল হিসেবে নিজেদের জায়গায় অনেকটাই নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। গতকাল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৫উইকেটে হারিয়ে এক পা সেমিতে রেখেছে কিউইরা। শেষ চারে খেলার সম্ভাবনা ছিল পাকিস্তানেরও। কিন্তু লঙ্কানদের বিপক্ষে জয়ের মাধ্যমে বাবর আজমের দলের জন্য সেমির পথ প্রায় বন্ধ করে দিয়েছে নিউজিল্যান্ড।
বিশ্বকাপের ফিক্সচার অনুসারে, প্রথম সেমিফাইনালে পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা দল শীর্ষে থাকা দলের মুখোমুখি হবে। সে হিসেবে আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে শীর্ষে থাকা ভারতের বিপক্ষে মাঠে নামতে হবে নিউজিল্যান্ডকে।
তবে বিশ্বকাপে উড়তে থাকা ভারতকে রুখে দিতে প্রস্তুত নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট। এক্ষেত্রে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল জয়ের স্মৃতি রোমন্থন করতে চান কিউই পেসার। ওই ম্যাচে ভারতকে ১৮ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড।
যে কারণে বোল্টের আত্মবিশ্বাস একটি বেশিই। তাছাড়া গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই বাঁহাতি পেসার। ফলে তার আত্মবিশ্বাসে দৃঢ়তা বেড়েছে।
লঙ্কানদের বিপক্ষে ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে ট্রেন্ট বোল্ট বলেন, ‘কিভাবে ভারতকে আমরা রুখে দিতে পারবো, সেই পরিকল্পনা আমাদের কাছে স্পষ্ট। আমি মনে করি, ম্যাচে অনেক উত্তেজনা থাকবে ও চ্যালেঞ্জ নেওয়ার সম্ভাবনা থাকবে। ১.৫ বিলিয়ন দর্শকের সামনে ভারতের বিপক্ষে খেলার চেয়ে বড় কিছু হতে পারে না।’
‘আমি মনে করি, এটি একটি চ্যালেঞ্জিং ফরম্যাট এবং বিশ্বের এই পর্যায়ে বোলিং করা সবসময়ই চ্যালেঞ্জিং। আমি আমার অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করবো।ধারাবাহিকভাবে সঠিক স্থানে বল করার চেষ্টা করবো। বিশ্বকাপের এই পর্যায়ে আসতে আপনাকে বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে আসতে হবে। আপনি কোন অজুহাত দিতে পারবেন না’-যোগ করেন বোল্ট।
আইএইচএস/জেআইএম