সর্বোচ্চ চেষ্টা করবো সেমিফাইনাল খেলার: শহিদি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৭ এএম, ০৪ নভেম্বর ২০২৩

আফগানদের কাছে আরও স্মরণীয় হয়ে উঠলো এবারের ওয়ানডে বিশ্বকাপ অভিযাত্রা। সাত ম্যাচের চারটিতেই জয়। হারিয়েছে তিন বিশ্ব চ্যাম্পিয়নসহ সবশেষ নেদারল্যান্ডসকে। এবার সেমিফাইনালের দিকে নজর আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদির।

বিশ্বকাপের শুরু থেকেই সেমিফাইনালে খেলার হুঙ্কার দিয়ে আসছিল আফগানরা। সেটা তারা মাঠের খেলাতেই প্রমাণ করলো।

নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে অধিনায়ক শহিদি বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সেমিফাইনালে ওঠার। যদি আমরা খেলতে পারি তা হবে আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন।’

দুর্দান্তভাবে জেতা চার ম্যাচের তিনটিতেই রান তাড়া করে জিতেছে আফগানিস্তান। শহিদি বলেন, ‘আমরা বোলিংয়ের পাশাপাশি দুর্দান্তভাবে রান তাড়া করে জিতেছি। আমরা তৃতীয়বারের মত রান তাড়া করে জিতেছি। আমরা বিশ্বকাপে প্রতিপক্ষ বাছাই করে খেলছি। পরিস্থিতি বুঝে খেলেই আমরা সফল হয়েছি।’

এই ম্যাচে তিন উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নবি। তার প্রশংসা করে শহিদি বলেন, ‘সে আমাদের জন্য বিশেষ একজন ক্রিকেটার। যখনই দলের প্রয়োজন হয়েছে তখনই সে আমাদের সাহায্য করেছে।’

আরআর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।