ভারতীয় বোলারদের নিয়ে শোয়েব আখতার

‘তাদের আক্রমণ থামানো অসম্ভব হতে পারে’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ এএম, ০৩ নভেম্বর ২০২৩

বলা যায়, ভারতের বোলারদের হাতেই বধ হয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (২ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের দেওয়া ৩৫৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের তোপের মুখে মাত্র ৫৫ রানেই অলআউট হয়ে যায় লঙ্কানরা। ৩০২ রানের বিশাল জয় নিয়ে বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা।

ভারতীয় বোলারদের এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখে তাদের প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই পাকিস্তানি পেসার বিশ্বাস করেন, ভারতকে আটকানোর কেউ নেই। অপরাজিত থেকেই এবারের বিশ্বকাপ শেষ করবে ভারত।

ভারতীয় পেসারদের প্রশংসায় নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন, ‘ভারত একটি নির্মম দল হয়ে উঠেছে। তাদের আক্রমণ থামানো অসম্ভব হয়ে উঠতে পারে। কিন্তু আমার ইচ্ছা, ভারত তাদের ফাস্ট বোলারদের উদযাপন করতে শুরু করুক। কারণ, আজ ওয়াংখেড়েতে প্রতিটি বলে উত্তেজনা ছিল।’

তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মোহাম্মদ শামির জন্য খুশি। তার ছন্দ ফিরে এসেছে। তিনটি ম্যাচে সে ১৪ উইকেট পেয়েছে। সিরাজও তার সামর্থ্য দেখাচ্ছে। বুমরাহ প্রাণঘাতী। সে অন্য দুজনকে স্বাধীনভাবে বল করতে দিয়েছে। বুমরাহ খুব মারাত্মক এবং তার দক্ষতা অসাধারণ। আমি সত্যিই আশা করি, তারা শেষ পর্যন্ত ফিট থাকুক।’

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে ১৮ রান খরচায় ৫ উইকেট শিকার করেন ডানহাতি পেসার মোহাম্মদ শামি। ১৬ রানে ৩ উইকেট তুলে নেন মোহাম্মদ সিরাজ। দুই পেসারের উপর ভরে অপরাজিত থেকেই সেমির টিকিট হাতে পায় ভারত।

আইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।