বিশ্বকাপের মাঝে হঠাৎ দেশে ফিরলেন অসি ক্রিকেটার, কেন?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২৭ পিএম, ০২ নভেম্বর ২০২৩

শুধু বাংলাদেশ দলেই নয়, একই ধরনের সমস্যা দেখা দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলেও। বিশ্বকাপের মাঝেই ছুটি নিয়ে দেশে ফিরে গেলেন অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না তিনি।

বিশ্বকাপের মাঝে হঠাৎ করেই ছুটি নিয়ে দেশে ফিরে এসেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। এবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে দলের সঙ্গে দিল্লি না গিয়ে ছুটি নিয়ে দেশে ফিরে এসেছেন লিটন দাসও। অস্ট্রেলিয়ান দলেও একই সমস্যা দেখা দিয়েছে।

মিচেল মার্শ কবে আবার দলের সঙ্গে যোগ দেবেন, সে ব্যাপারেও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। অস্ট্রেলিয়া দল থেকেও এ বিষয়ে কিছু বলা হয়নি। আবার তিনি সত্যি সত্যি বিশ্বকাপ চলাকালীন দলের সঙ্গে যোগ দেবেন কি না, তাও নিশ্চিত নয়। সুতরাং, অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকেও তার রিপ্লেসমেন্ট করা হবে কি না তা নিয়েও কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

বুধবার ব্যক্তিগত কারণে ভারত ছেড়ে নিজ দেশে ফিরে যান মিচেল মার্শ। পার্থে মিচেল মার্শের বাড়ি। সেখানেই ফিরে গেছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘গুরুত্বপূর্ণ কারণেই বাড়ি ফিরতে হয়েছে মার্শকে। কবে মার্শ আবার বিশ্বকাপে দলের সঙ্গে যোগ দেবে তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি।’

অস্ট্রেলিয়া দলে প্রথম পাঁচটি ম্যাচে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করেছিলেন মার্শ। যদিও ষষ্ঠ ম্যাচে ট্রাভিস হেড ফেরায় মিডল অর্ডারে নেমেছিলেন তিনি।

মঙ্গলবার গল্ফ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ফলে শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনিও। এবার দলের আরও এক অলরাউন্ডারকে হারাল অস্ট্রেলিয়া। ফলে হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধে মার্কাস স্টোইনিজকেই অস্ট্রেলিয়ান একাদশে দেখা যাবে।

এখনও বিশ্বকাপের শেষ চার নিশ্চিত হয়নি অস্ট্রেলিয়ার। সেজন্য বাকি তিন ম্যাচের তিনটিই জিততে হবে তাদের। অন্তত দু’টি তো জিততেই হবে। সেই লড়াইয়ের আগে দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারিয়ে চাপে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।