বাংলা জানেন ধোনি, মাঠে বোকা বানিয়েছিলেন টাইগার ক্রিকেটারদের!
বাংলা ভাষায় দক্ষতা রয়েছে ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির! বিশ্বকাপ চলাকালীন কলকাতায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে এসে এখানকার ক্রিকেট, বাংলাভাষা এবং কলকাতায় তার অনেক স্মৃতি সম্পর্কে গল্প করেন ধোনি। সেখানেই তিনি জানান, বাংলা ভাষাটা তার রপ্ত করা আছে।
শুধু তাই নয়, বাংলা ভাষা জানার কারণে একবার খেলার মাঠে বাংলাদেশের ক্রিকেটারদের বোকা বানিয়েছিলেন তিনি। সে কথাও অকপটে স্বীকার করে গেলেন ধোনি। তার সেই ভিডিও এখন রীতিমত ভাইরাল।
রাঁচিতে জন্ম নেওয়া ভারতের এই ক্রিকেটার এক সময় পশ্চিম মেদিনিপুরের খড়গপুরে রেলওয়েতে টিকিট চেকারের চাকরি করতেন। সেখান থেকে তো তার স্বপ্নের উত্থান ঘটে। হয়ে যান ভারতের বিশ্বকাপজয়ী এবং সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। ভারতে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের একজন।
খড়গপুরে থাকতেই বাংলা ভাষাটা শিখেছিলেন ধোনি। এখনও কিছু কিছু বাংলা বলতে পারেন। তবে যতটা না বলতে পারেন, তার চেয়ে বেশি বুঝতে পারেন তিনি। অর্থ্যাৎ, বাংলায় কে কী বললো, তার সবই তিনি বুঝতে পারেন।
সে কারণেই ক্রিকেট মাঠে বাংলাদেশের বিপক্ষে টাইগার ক্রিকেটারদের বোকা বানাতে সক্ষম হন। কলকাতায় নিজের সেই অভিজ্ঞতা নিয়ে ধোনি বলেন, ‘খড়গপুরে যখন আমি কাজ করতাম তখন বাংলা বলতাম। এখন বলতে গেলে অবশ্য কিছু ভুল হবে। কিন্তু আমি এখনও বাংলা খুব ভাল বুঝতে পারি। যদি আমার সামনে কেউ বাংলা বলে তা হলে আমি বুঝে যাব ওরা কী বলতে চাইছে।’
When MS Dhoni pranked Bangladeshi’s
— BALA (@rightarmleftist) October 30, 2023
pic.twitter.com/9IRDNsZpNn
বাংলাদেশের ক্রিকেটারদের বোকা বানানো সম্পর্কে তিনি বলেন, ‘আমরা একবার বাংলাদেশের বিরুদ্ধে খেলছিলাম। আমি ব্যাট করার সময় ওদের উইকেটরক্ষক ও অধিনায়ক বাংলায় বোলারদের নির্দেশ দিচ্ছিল। ওরা ভেবেছিল আমি বাংলা জানি না; কিন্তু আমি বুঝতে পারছিলাম ওরা কী পরিকল্পনা করছে। তাতে আমার সুবিধা হয়েছিল।’
ম্যাচ শেষ অবশ্য বাংলাদেশের ক্রিকেটারদের ধোনি জানিয়ে দিয়েছিলেন যে তিনি বাংলা বুঝতে পারেন। সে কথা শোনার পরে নাকি অবাক হয়ে গিয়েছিলেন টাইগার ক্রিকেটাররা। তারা ভাবতেই পারেননি ধোনি এভাবে তাদের বোকা বানাবেন।
বাংলাদেশের মাটিতে তিন সংস্করণ মিলিয়ে ২০০৪ থেকে ২০১৬ সালের মধ্যে ৩৪ ম্যাচ খেলেছেন ধোনি। জিতেছেন ২৫ ম্যাচ।
আইএইচএস/